ডিমের খোসা ছাড়ানো থেকে শার্টে টাই বাঁধা। এলাকার ঠিকানা খোঁজা থেকে শুরু করে গর্ভবতী হওয়ার পদ্ধতি জানা। সবকিছুতেই গুগল সার্চ করা অধুনা নেটিজেনদের অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু, গুগল আমাদের যা জানায়…সবই কি সত্যি? এই নিয়ে বিতর্ক অস্বাভাবিক নয়। তবে গুগল আমাদের এমন অনেক কিছুই জানায়, যা জানতে আমরা অপ্রস্তুত থাকতেই পারি।
এমনই ৮টি শব্দ যা ভুলেও গুগলে সার্চ করবেন না! যা সার্চ না করলেই আপনার জন্য ভালো!
১: শব্দ : ফর্নিয়ের (Fournier)
বিষয় : এই শব্দ দিয়ে সার্চ করলে দুটি রেজাল্ট মেলে। একটি বাস্টেকবল খেলোয়াড়ের জীবন। অন্যটি ফর্নেয়ের গ্যাংগ্রেন (Fournier Gangrene)। যা অঙ্গ সম্পর্কিত এক রোগের লক্ষ্মণ।
কেন সার্চ নয় : দ্বিতীয় বিষয়টি এমনই জটিল যে এর ছবি স্বাভাবিক নয়। প্রস্তুতি ছাড়া ওই ছবি দেখলে
সমস্যা হতেই পারে।
২: শব্দ : দ্য গ্যাগ রিফ্লেক্স (The Gag reflex)
বিষয় : অর্থাৎ মৃত্যু এড়াতে শেষ মুহূর্তে শরীরের নিজস্ব লড়াই।
কেন সার্চ নয় : বিষয়টি ছবি বা ভিডিওতে না দেখাই শ্রেয়। বিশেষত কাজের জায়গায় তো একদমই নয়।
google-sarch৩: শব্দ : ডিগভ্লিং (Degloving)
কেন সার্চ নয় : না দেখলেই ভালো নয় কি?
৪: শব্দ : ব্লু ওয়াফেল (Blue Waffle)
বিষয় : এই বিষয়ে সার্চ করলে নারী শরীরে এক বিশেষ রোগের ছবি সার্চ রেজাল্টে দেখানো হয়।
কেন সার্চ নয় : যদিও এর কোনও বাস্তব ব্যাখ্যা নেই। কিন্তু, ওই ছবি সহজে মন থেকে মোছা মুশকিল।
৫: শব্দ : ট্যারেটোমা (Teratoma)
বিষয় : হাড়, দাঁত কিংবা চুলও। এই সব নিয়েই সৃষ্টি হয় ট্যারেটোমা টিউমারের।
কেন সার্চ নয় : টিউমারের ছবিটি ভোলার মতো নয়।
৬: শব্দ : স্ক্যুইডওয়ার্ড টো নেইল ভার্সেস সোফা (Squidward Toenail VS Sofa)
বিষয় : পায়ের নোখ ঘষে সোফা সরাচ্ছেন একজন।
কেন সার্চ নয় : ক্লিপটি আপনাকে ভিডিও বন্ধ করতে বাধ্য করবে।
৭: শব্দ : ট্রাইপোফোবিয়া (Trypophobia)
বিষয় : অর্থাৎ, ছোটো গর্তের প্রতি ভয়।
কেন সার্চ নয় : তেমন ক্ষতিকারক নয়। তবে অনেকেই এই সংক্রান্ত সার্চ রেজাল্ট দেখে অস্বস্তি বোধ করেছেন।
৮: শব্দ : শ্যানকার (Chancre)
বিষয় : খারাপ ব্যাধী সংক্রান্ত ছবি ও তথ্য।
কেন সার্চ নয় : এমন বীভৎস ছবি কম দেখা যায়।
এই হল ৮টি এমন বিষয়, যা আমরা মনে করিয়ে দিলাম। এবার বাকিটা আপনাদের সিদ্ধান্ত। চাইলে সার্চ করতেই পারেন। আবার চাইলে আমাদের কথা শুনতে পারেন।
thanks
Yt channel ache?
আপনি তো ভাই ইউটিউবের মতো শুরু করছেন
ইউটিউব এ ভিডিওতে লেখা দেখি
“দেখুন মেয়েটি ধান ক্ষেতে গিয়ে কি করলো”
ভিডিও প্লে করে দেখি মেয়েটি ধান ক্ষেতে গিয়ে ধান কাটছে!??
এগুলাকে স্বাভাবিক নিয়েই স্বাভাবিক!
কারণ এগুলা এক ধরণের রোগ।
আর, রোগের লক্ষণের ছবি দিয়ে নানা ব্যাখ্যা দিয়ে দিছে। সো, এগুলা সিম্পলই!!
এগুলাকে স্বাভাবিক নিয়েই স্বাভাবিক!
কারণ এগুলা এক ধরণের রোগ।
আর, রোগের লক্ষণের ছবি দিয়ে নানা ব্যাখ্যা দিয়ে দিছে। সো, এগুলা সিম্পলই!!
আপনারা চাইলে ইউটিউবে ময়নাতদন্তের ভিডিও ও দেখতে পারেন।
” কোন এক গবেষণতে এটা প্রমাণিত কিছু ছাত্রকে একটা মুভি দেখানো হল তার পর বলা হলো মুভিতে দেখানো সাদা ভাল্লুক ছাড়া বাকি অন্য কিছু নিয়ে ভাবতে কিন্তু সেখানে কেউ ভাল্লুক ছাড়া অন্য কিছু ভাবতে পারে না
তাই এটা
শেয়ার করা মানে আরো প্রচার করা
Reported
Bro
(যে কোনো শাওমি মোবাইলে যেভাবে Pocket Mode
ব্যবহার করবেন)।
https://bit.ly/2RlECUC