সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি। পোস্টের  নাম দেখেই হয়তো বুঝে গিয়েছেন আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি । তাই সময় নষ্ট না করে আলোচনা শুরু করে দেই ।

আজকে যে সকল বিষয় গুলো নিয়ে আলোচনা করবো সেগুলো নিম্নরুপঃ

  1. অফিসিয়াল ও আন অফিসিয়াল ফোনের পার্থক্য কি?
  2. কিভাবে অফিসিয়াল ও আন অফিসিয়াল ফোন চিনতে পারবেন।
  3. অফিসিয়াল ও আন অফিসিয়াল ফোনের সুবিধা অসুবিধা এবং অফিসিয়াল ফোন চেনার উপায় বের করা নিয়ম ।

কারণ গ্লোবাল ভার্সন ফোন এবং গ্লোবাল রম ব্যবহার করতে হলে আর ফোনের সকল সুযোগ সুবিধা ভোগ করতে আপনাকে অফিসিয়াল ফোন কিনতে হবে।

অফিসিয়াল ও আনঅফিসিয়াল ফোনঃ

অ্যান্ড্রয়েড ফোন কিনতে গেলে দেখা যায় একই কোম্পানির দুই-তিন ধরণের ফোন বাজারে পাওয়া যাচ্ছে, কোনটার দাম বেশি আবার কোনটার দাম কম। কিন্তু আপনি যদি না জানেন কোনটা অফিসিয়াল আর কোনটা আনঅফিসিয়াল ফোন তাহলে ঠকার চান্স অনেকটা থেকে যায়। কারণ নতুন অবস্থায় আসল ফোন চেনা অনেকটা কষ্টের ব্যাপার। আপনি যদি কোন ফোন ক্রয় করতে চান তাহলে আপনাকে অফিসিয়াল ও আনঅফিসিয়াল ফোনের পার্থক্য র্নিণয় নিয়ম গুলো জানতে হবে। যেগুলো আমি ধীরে ধীরে এই পোস্টে আলোচনা করবো ইনশাহ আল্লাহ্‌ । যেগুলা সচরাচর সবারই  জানা থাকলে ভালো হবে । যাতে করে আগামীতে ফোন কিনতে আর কোন সমস্যা না হয় ইনশাহ আল্লাহ্‌ ।

অফিসিয়াল ফোন কিঃ

যেসকল মোবাইল ফোন সরকারী অনুমোদন নিয়ে রেজিস্ট্রেশন করে ভ্যাট ও ট্যাক্স দিয়ে দেশের বাজারে প্রবেশ করে কাস্টমারের কাছে বিক্রয় করা হয় তাকে অফিসিয়াল ফোন বলা হয়। অর্থাৎ ফোন কোম্পানি বৈধ ভাবে বিভিন্ন দেশে পৌছানোর জন্য সরকারী সকল কার্যক্রম বৈধ রেজিস্টেশন করণের পর কাস্টমারের হতে তুলে দিয়ে ওয়্যারেন্টি মেয়াদ শেষ হওয়া পর্যন্ত সকল দায়-দায়িত্ব বহন করে তাকে অফিসিয়াল ফোন বলা যায়। যেসব ফোনে পূর্ণ গ্যারান্টি ওয়ারেন্টি আপডেটসহ সকল সার্ভিস পাওয়া যায়।

আন অফিসিয়াল ফোন কি :

অন্যদিকে যেসকল মোবাইল ফোন সরকারী অনুমোদন না নিয়ে চোরাই পথে ব্যবসায়ীদের মাধ্যমে দেশের বাজারে প্রবেশ করে এবং সরকারী ভাবে রেজিস্ট্রেশন না করে, ভ্যাট ও ট্যাক্স না দিয়ে, সরাসরি কাস্টমারের কাছে বিক্রয় করা হয়ে থাকে তাকে আনঅফিসিয়াল ফোন বলা হয়। অর্থাৎ ফোন কোম্পানি, ব্যবসায়ী অবৈধ ভাবে বিভিন্ন দেশের ফোন সরকারী সকল ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে, নিবন্ধন, রেজিস্টেশন না করে, কাস্টমারের কাছে সরাসরি বিক্রয় করে থাকে। যেগুলো ফোন কোম্পানি ওয়্যারেন্টি দেয় না বা কোন দায়-দায়িত্ব বহন করে না, তাকে আন অফিসিয়াল ফোন বলা যায়।

অফিসিয়াল ফোনের সুবিধা অসুবিধাঃ

  • অফিসিয়াল ফোনের দাম অনেক বেশি হয়।
  • ফোনের সকল সুযোগ সুবিধা পাওয়া যায়।
  • পূর্ণ সার্ভিস ওয়্যারেন্টি পাওয়া যায়।
  • ফোনের বৈধ মালিকানা পাওয়া যায়।
  • ফোন হারালে সহজে ট্রাকিং করা যায়।
  • আসল অরিজিনাল ফোন পাওয়া যায়।
  • লিখিত ভাবে ফোনটি মালিকের নামে থাকে।
  • নিয়মিত ফোনের সকল আপডেট পাওয়া যায়।

আনঅফিসিয়াল ফোনের সুবিধা অসুবিধাঃ

  • আনঅফিসিয়াল ফোনের দাম অনেক কম হয়।
  • ফোনের কোন সুযোগ সুবিধা পাওয়া যায় না।
  • পূর্ণ সার্ভিস ওয়্যারেন্টি পাওয়া যায় না।
  • ফোনের বৈধ মালিকানা পাওয়া যায় না।
  • ফোন হারালে সহজে পাওয়া যায় না।
  • আসল অরিজিনাল ফোন পাওয়া যায় না।
  • লিখিত ভাবে ফোনের মালিকানা যায় না।
  • ফোনের কোন আপডেট পাওয়া যায় না।

অফিশিয়াল ফোন যেভাবে চিনবেনঃ 

আসল বা বৈধ মোবাইল ফোন চেনার উপায় গুলোর মধ্যে কিছু সহজ উপায়ে যেকোন কোম্পানির অফিসিয়াল ও আন অফিসিয়াল ফোন বৈধ কি-না তা যাচাই করে কিনতে পারেন। যেগুলোর মধ্যে নিচে কয়েকটা উপায় উল্লেখ করা হলোঃ

মোটামুটি সবাই এই ওয়েব সাইটের নাম কম বেশি জানেন।
  1. #06# ডায়াল করে IMEI রেব করে আইএমইআই চেকার ওয়েবসাইটে গিয়ে মোবাইলের IMEI নম্বর দিলে মোবাইলের সকল ইনফরমেশন চলে আসবে। যেখান থেকে আপনার মোবাইলের ব্রান্ড, মডেল, ভার্সন, ডেট সব আসছে কি-না দেখে মিলিয়ে নিতে পারবেন।
  2. সকল মোবাইলের সিক্রেট কোড থাকে যেগুলো মোবাইলের নাম ও মডেল লিখে গুগলে সার্চ দিলে চলে আসে। সেই সিক্রেট কোড দিয়ে ফোন যাচাই করে নিতে পারেন। সিক্রেট কোডের মাধ্যমে মোবাইল সম্পর্কে সকল তথ্য বের করে অফিসিয়াল ও আন অফিসিয়াল মোবাইল ফোন চেনা সম্ভব।
  3. মোবাইল ক্রয় করার সময় ফোন কোম্পানি, ব্রান্ড, অনুমোদিত ওয়ারেন্টি সিল, স্বাক্ষর এবং ক্রয়কৃত আসল মেমো দেখে মোবাইল কিনলে অফিসিয়াল ফোন পাওয়া যায় সম্ভব।
  4. প্রতিটা নতুন অফিসিয়াল মোবাইল ফোনের IMEI নম্বর মোবাইলের কাভার বক্সের উপরে দেওয়া থাকবে। যেটা নিয়ে আপনি আপনার অন্য মোবাইলে IMEI. INFO সাইটে নেট ব্রাউজ করে সকল তথ্য আসল কি-না নকল দেখে নিতে পারবেন।
  5. 2018 সালের পর বাজারে আসা অফিসিয়াল সকল মোবাইল ফোনের ডাটা রেকর্ড বি.টি.আর.সি তে থাকবে। আপনি চাইলে এস.এম.এস করে জেনে নিতে পারেন।

যেমনঃ KYD IMEI-NUMBER send 16002

খুব দ্রুত আনঅফিসিয়াল ফোন বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া চলছেঃ

সরকারী ভাবে আন অফিসিয়াল ফোন যেকোন সময় বন্ধ হতে পারে। যার প্রতিবেদন কয়েক বার টিভি নিউজে দেখানো হয়েছে। তবে কবে থেকে দেশে আন অফিসিয়াল ফোন বন্ধ হবে তা হয়ত আমাদের জানা নেই। নিশ্চই সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। এজন্য এখন থেকে আমাদের আন অফিসিয়াল ফোন কেনা বন্ধ করা উচিৎ।

এবার গ্লোবাল ভার্সন সম্পর্কে জেনে আসি চলুন।  

GLOBAL VERSION হলো ইন্টারন্যশনাল ভাবে মোবাইলের যে ভার্সন ব্যবহার করা হয় তাকে বোঝায়। যেমন- মনে করুন আপনি একটা শাওমি মোবাইল ক্রয় করলেন এক ভার্সনে যেটা সেই সময়ের ভার্সন ছিলো কিন্তু কিছুদিন পর সেই ফোনের নতুন ভার্সন আপডেট আসলো যেটা অফিসিয়াল ফোন হলে গ্লোবলি আপডেট করতে পারবেন। কিন্তু আন অফিসিয়াল ফোনের গ্লোবাল ভার্সন আপডেট করা সম্ভব নয়।

প্রথম প্রকাশিতঃ মামুন্স ব্লগে 

32 thoughts on "জেনে রাখুন অফিসিয়াল ও আনঅফিসিয়াল ফোনের পার্থক্য"

    1. এম এইচ মামুন Author Post Creator says:
      স্বাগতম ভাই
  1. Fahim Contributor says:
    আনঅফিসিয়ালি ফোনকে কি কোনভাবে অফিসিয়াল করা যাবে, রেজিস্ট্রেশন করে বা অন্য কোন ভাবে ???
    1. এম এইচ মামুন Author Post Creator says:
      আমার জানা মতে আনঅফিশিয়াল ফোনকে কোনো ভাবেই অফিশিয়াল করা যায় না। এটা একমাত্র ফোন কম্পানিই করতে পারবে।
    2. Helal Ahmed Contributor says:
      বাংলাদেশে আন অফিসিয়াল ফোনের সংখ্যা অনেক , এটা অফিসিয়াল করা যাবে যদি সরকার রেজিষ্টেশন করার সু্যোগ দেয়
    1. এম এইচ মামুন Author Post Creator says:
      ধন্যবাদ
    1. এম এইচ মামুন Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
  2. MD Shiful Islam Author says:
    সুন্দর পোস্ট
  3. এম এইচ মামুন Author Post Creator says:
    ধন্যবাদ ভাই
  4. Ridoy Karmokar Contributor says:
    আন অফিশিয়াল ফোন কি কোন ভাবে অফিশিয়াল করা যাবে ভাইয়া।
    1. এম এইচ মামুন Author Post Creator says:
      আমার জানা মতে আনঅফিশিয়াল ফোনকে কোনো ভাবেই অফিশিয়াল করা যায় না। এটা একমাত্র ফোন কম্পানিই করতে পারবে।
      তবে যদি সরকার কোনো সুযোগ দেয় তাহলে রেজিস্ট্রেশন করে নেওয়ার সুযোগ পাবেন । তাছাড়া সম্ভব না ভাই ।
  5. Ridoy Karmokar Contributor says:
    আন অফিশিয়াল ফোন কি কোন ভাবে অফিশিয়াল করা যাবে ভাইয়া।
    1. এম এইচ মামুন Author Post Creator says:
      আমার জানা মতে আনঅফিশিয়াল ফোনকে কোনো ভাবেই অফিশিয়াল করা যায় না। এটা একমাত্র ফোন কম্পানিই করতে পারবে।
      তবে যদি সরকার কোনো সুযোগ দেয় তাহলে রেজিস্ট্রেশন করে নেওয়ার সুযোগ পাবেন । তাছাড়া সম্ভব না ভাই ।
  6. Helal Ahmed Contributor says:
    ভাই তুমি কি নিজে কখনো আনফিসিয়ালি ফোন ব্যাবহার করছো ? হুদায় কথা বলো কেন ? আন অফিসিয়াল ফোন এ আপডেট আসেনা তোমাক কে বলছে । আন অফিসিয়াল ফোনে শুধু অফিসিয়াল ওয়ারেন্টি পাওয়া যায়না আর সরকার বন্ধ করে দিলে দিতে পারবে , তা ছাড়া আন অফিসিয়াল ফোনের ভিতর যেগুলা চাইনিজ ভার্ষন সেগুলা গুগল এর এ্যাপস গুলা ইনষ্টল থাকেনা কিন্ত করে নেয়া যায় । আর ফোণ হারায় গেলে পাওয়া যায়না তোমাক কে বলছে ? আন অফিসিয়াল ফোনের কি আইমি নাম্বার থাকেনা? বলদের মত কথা বার্তা বলো?
    1. এম এইচ মামুন Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
  7. Sheikh Shaeb Contributor says:
    Onk din kaure coment kri na ajke na kore parlam na ami ekjon laptop and phone seller
    Etodara sob kisu pore buslam tumi jano amr b…. Da
    Net theke niye copi paste kroe carco tumi jesob bolco egula 3-4 bocor age cilo busso nije age thik vabe geennn orjno koro then manus ke geennn dao copi paste kro na er
    1. এম এইচ মামুন Author Post Creator says:
      তুমি যে আবাল সোদা সেটা তোমার কমেন্ট করার ভাষাতেই বোঝায়। আসোদা আবাল। তোমাদের আবলামীর জন্য অথোররা পোস্ট করে না। ইন্টারনেট থেকে রিসার্চ করে এরপর পোস্ট দিতে হয়। আর তোমাদের মত বোকাসোদা গুলা এই টাইপ কমেন্ট করো। নিজে তো কাউরে কিছু শেখাবা না অন্য কেউ জানালে বা শেখাইলে আজাইরা দোষ চাপাও। আবাল সোদা কোথাকার।
  8. Mehedi Moon Contributor says:
    Unofficial phone এ আপডেট পাওয়া যায়না??
    অরিজিনাল ফোন হয়না??
    ফোনের সুযোগ সুবিধা পাওয়া যায়না??

    ক্যামনে কি ভাই?
    mi এর লেটেষ্ট আপডেট ইউস করতেছি,
    ফোনটাও তো অরিজিনাল,
    আর এমন কোনো ফিচার নাই যে বাদ আছে।।

    সব কিছু দেখে শুনে তারপর পোস্ট দেন।।

    1. এম এইচ মামুন Author Post Creator says:
      তাই? তাইলে অসিশিয়াল চাল্লাচ্ছেন? মাইরালা ????????? তাইলে অফিশিয়াল আর আনঅফিশিয়াল করছে ক্যা? ছাগু মার্কে কমেন্ট করলেন ভাই । সারাদিন পরে একটু বিনোদিত হইলাম বাঁড়া ।
  9. Mr Dip Contributor says:
    Unofficial phones ei update paoya jai bro… r phones o original hoi..
    1. এম এইচ মামুন Author Post Creator says:
      ওভাই তাইলে হুদাই ৩টা ভার্সন দিছে ক্যা? মাইর প্যাচ বাঙালী বুঝে না বলেই এই রকম কমেন্ট বার বার করতেছেন ভাই। আপনার আন অফিশিয়াল ফোন আর অফিশিয়াল ফোন নিয়ে কম্পেয়ার করে দেইখেন তাহলে ব্যাপারটা ভালো করে বুঝতে পারবেন ।
  10. Mr Dip Contributor says:
    bro apni ekta made by india er jeta Bangladesh er unofficial phone seta use kore dekhen tarpor bujte parben…
    1. এম এইচ মামুন Author Post Creator says:
      জ্বি ভাই । তারপরেও রিয়েল জিনিস আর আন অফিশিয়াল জিনিস এক হয়না ভাই
  11. Mr Virus Contributor says:
    ji bhai tofat to kisuta thakei.. tarpor o bolbo unofficial onek doroner thake karon hoyto amader deshe onek osadu business ra unofficial phone gula hoyto normal bikri kore thake. kintu bolte gele indian er ba jekon desher jeta ora official use kore seta amra okhan theke kinle ba keo pathiye dile ta amader deshe unofficial kintu vesir bag khetre sei bairer desher phones gulai orginal hoye thake.. ja amader deshe made by china official theke onek ta valo..
  12. ZiAuzZaMan Contributor says:
    Vai tnx for your informatio…
    1. এম এইচ মামুন Author Post Creator says:
      স্বাগতম ভাই
  13. Nabil1122 Contributor says:
    There is no difference between official and unofficial mobile phone. The only difference is official phones come with legally. On the other hand, Unofficial illegally. Customers enjoy all the benefits of the official phone in the unofficial phone. Besides less price, Unofficial customers even get more warranty than official. so please do some research before posting something in online
  14. Nabil1122 Contributor says:
    But you have to careful before purchasing Unofficial phone cuz it might be refurbished or Clone
  15. Sheikh Shaeb Contributor says:
    মামুন তোর নাম্বার টা দেত

Leave a Reply