পোস্টগুলো নিয়মিত করতে পারি না এজন্য আমি দুঃখিত !

আসলে গার্মেন্টস নিয়ে পোস্ট করা অনেক কষ্টকর ৷ একটি পোস্ট করতে আমার অনেক কষ্ট করতে হয় ৷ তো বন্ধুরা যাইহোক আজকের পোস্টে আপনাকে স্বাগতম ৷

আগের পোস্ট গুলো দেখতে আমার প্রোফাইল ফলো করো ৷

আজকের পোস্ট শার্টের বিভিন্ন পার্ট নাম, কত প্রকার ?

 

শার্ট মুলত দুই প্রকার।

  1.  বেসিক শার্ট
  2. পাইলট শার্ট।

 

অনেকে হাফ শার্ট নামে শার্টের কথা বলেন কিন্তু হাফ শার্ট নামে কোনাে শব্দ নেই। মুলত ইহার সঠিক শব্দ শর্ট স্লীভ এবং এটি বেসিক শার্ট ও পাইলট শার্ট এর ভিতর

থাকবে । আলাদা কোনাে শার্ট নয়।

  1. বেসিক শার্ট : একটি মাত্র পকেট থাকবে এবং সেলাই সাধারন সেলাই হবে। পকেট দুইটাও থাকতে পারে কিন্তু কোনাে ডিজাইন হবে না।
  2. পাইলট শার্ট : এই শার্টে একাধিক পকেট থাকবে এবং পকেটের উপর ফ্লাপ বা ঢাকনা থাকবে। শুধু তাই না সেলাইয়ে বিভিন্ন রকম ডিজাইনও থাকতে পারে। বিভিন্ন রকম extra কাপড় দিয়ে ডিজাইন যেমন :ইপুলেট, ডার্টে এক্টা ডিজাইন, পাইপিং থাকতে পারে।

 

Shirt Part Name?


পোস্টটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ
⇄ পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা করুন

যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com

4 thoughts on "[গার্মেন্টস ep-12] ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (Shirt)"

  1. Adib Contributor says:
    ভালো পোষ্ট।
    1. sopon Author Post Creator says:
      ধন্যবাদ
  2. Mohammad Sagor Contributor says:
    ট্রিক সাইটে এগুলো না দিয়ে ভালো কিছু ট্রিক দিন যাতে সবার কাজে আসে।
    আপনি যা দিচ্ছেন এসব এর অ্যাপ হাজার হাজার প্লে স্টোর এ আছে।
    তাই ভালো কিছু দেওয়ার চেস্টা করুন।এসব বাদ দিয়ে।
    1. RajiibHasan Contributor says:
      Nice post

Leave a Reply