আলোচনাঃ
গার্মেন্টস নিয়ে আমরা কত কি কুসংসকার জানি ৷ অনেক লোকেরাই গার্মেন্টসের লোকদের অবহেলা/উপহাস করে ৷ অথছ গার্মেন্টস হচ্ছে বর্তমান সময়ে বৈদেশিক অর্থনীতির প্রধান উৎস ৷
?গার্মেন্টসে কাজ করতে আপনার যে যে কাগজপাতি প্রয়োজন:
১. ছবি:?
পাসপোর্ট: ১ম তো পাসপোর্ট আকারের ছবি লাগবে বিভিন্ন কোম্পানির বিভিন্ন চাহিদার উপর কোন কোন ফ্যাক্টরিতে ৩-৫ কপি, আবার কোন কোন ফ্যাক্টরিতে ৭-১০ কপি প্রযুন্ত ছবি নেয়ে থাকে ৷ তাই আপনি ১০-১২ কপি ছবি সাথে রাখুন ৷
স্ট্যাম্প: ২য় তো স্ট্যাম্প আকারের ছবি কোন কোন ফ্যাক্টরিতে ১-২ কপি নেয় আবার কোন কোন ফ্যাক্টরিতে ১ কপিএ লাগেনা ৷ তাই দুকপি সাথে রাখুন ৷
২. কাগজপাতি:?
NID/জন্ম নিবন্ধন কার্ড:
যারা এখনো ভোটার হন নাই বা ভোটার আইডি কার্ড নাই তাদের জন্য জন্ম নিবন্ধন হলেই হবে ৷ তবে আপনাকে 18 বছর হতে হবে 18 বছরের নিচে গার্মেন্টসে এলাও করে না ৷ মনে রাখবেন আপনার সার্টিফিকেটের সঙ্গেই জন্ম নিবন্ধন বা ন্যাশনাল আইডি কার্ড এক হতে হবে ৷ id card বা জন্ম নিবন্ধন কার্ড-এর এক কপি করে ফটো কপি করে নিন ৷
নোট: অরিজিনাল কপি শুধু দেখবে আর ফটো কপি জমা নেবে ৷
নাগরিত্ব সার্টিফিকেট:?
অবশ্যই আপনার চেয়ারম্যানের স্বাক্ষরিত নাগরিক সার্টিফিকেট সঙ্গে নিতে হবে ৷ মনে রাখবেন এটি আপনার চরিত্রের সার্টিফিকেট বা প্রশংসাপত্র ৷
নাগরিত্ব সনদপত্রের এক কপি করে ফটো কপি করে নিন ৷
নোট: অরিজিনাল কপি শুধু দেখবে আর ফটো কপি জমা নেবে ৷
সার্টিফিকেট:
আমরা যেহেতু কোয়ালিটির কাজ করব তাই ন্যূনতম আপনাকে এসএসসি পাশের সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে ৷ আবার কিছু কিছু গার্মেন্টসে এইচএসসি পাস ছাড়া নেয় না ৷ তাই আপনাকে SSC & HSC সার্টিফিকেট নিতে হবে ৷ সার্টিফিকেটের সাথে Admit card ও রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে রাখতে হবে ৷ কেন এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড নিতে হবে? আমরা জানি বাংলাদেশের সব জায়গায় জালিয়াতি হয় একজনের সার্টিফিকেট দিয়ে অন্যজন চাকরির জন্য আবেদন করে বা চাকরি করে ৷ এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ডে আপনার ছবি দেওয়া থাকে তাই অবশ্যই সঙ্গে রাখুন এটা অতি জরুরি ৷ সার্টিফিকেট এডমিট কার্ড রেজিস্টার ১ ফটোকপি করে সঙ্গে নিয়ে নিন ৷ মনে রাখুন অরিজিনাল কপি শুধু দেখবে আর ফটোকপি জমা নেবে ৷
(অন্যান কাজের জন্য সার্টিফিকেট না হলেও চলবে)
নোট: কোন কাগজ পাতি বা ছবি সত্যায়িত করা লাগবে না ৷
আজ আমরা জানলাম গার্মেন্টসে কাজ করতে কি কি কাগজ পাতির প্রয়োজন হয় ৷
কারো কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন ৷ সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব যদি না জানি অন্য কারো থেকে জেনে নিয়ে উত্তর দিবো ৷
যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com