সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে বেঁচে থাকার প্রতিযোগিতা শুরু হয়েছিলো সেই অনেক আগে থেকেই, একারণেই হোয়াটসঅ্যাপ স্ন্যাপচ্যাটকে অনুসরণ করে একটি নতুন Feature নিয়ে এসেছে যেখানে পাঠানো ম্যাসেজগুলি সাত দিন পরে অদৃশ্য বা অটোমেটিক ডিলেট হয়ে যাবে।

অবশ্যই, ম্যাসেজগুলি সাতদিনের ভিতর স্ক্রিনশট করা যেতে পারে কারণ তা চ্যাটে সাত দিন পর্যন্ত থাকবে। যদি সেগুলি সাত দিনের মধ্যে ফরওয়ার্ড করা হয়, তাহলে ফরওয়ার্ড করা ম্যাস্রজ নতুন চ্যাটে অদৃশ্য হয়ে যাবে না।

 

How to Enable Disappearing Message in WhatsApp?

1. Individual চ্যাটে

এখানে প্রত্যেক ব্যবহারকারী disappear message অফশনটি চালু বা বন্ধ করতে সক্ষম হবেন, আবার গ্রুপ চ্যাটে, কেবলমাত্র গ্রুপ এডমিনেরই এটি করার ক্ষমতা থাকবে।

Follow the following steps:

i. Open your WhatsApp app

ii. Select the contact with whom you want to enable disappearing messages from your chat list

iii. Click on the three dots on the right up corner side

 

iv. Go to view contact

 

v. Click on Disappearing messages and turn On it

 

vi. To turn the disappearing messages off, simply follow the same steps but select Off instead of On.

 

যদি কোনো ব্যবহারকারী ম্যাসেজ পাঠানোর সাত দিনের মধ্যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি না খুলে থাকে, তাহলে ম্যাসেজটি অদৃশ্য হয়ে যাবে (যদি disappeare message অফশনটি on থাকে)

 

2. গ্রুপ চ্যাটে এটি করার জন্য

আপনাকে অবশ্যই গ্রুপ অ্যাডমিন হতে হবে। নিম্নলিখিত নির্দেশাবলী অনুসরণ করুন:

i.Open you WhatsApp App

ii. Open the WhatsApp group chat where you would like to enable disappearing messages from your chat list

iii. Tap on the group name or Click on the three dots on the right up corner side

iv. Then click on group info

v. Click Disappearing messages

vi. Select On

⚠️ Warning! ফেইসবুক মালিকানাধীন এই Application টি জোর দিয়ে বলছেন যে Disappeare হওয়ার মতো ম্যাসেজ যেনো আমরা শুধু তাদেরকেই পাঠাই যাদের আমরা ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি এবং যারা আমাদের বিশ্বাস এর মর্যাদা দিতে পারবে।

শেষ কথা:

যদি আজকের এই পোস্টটি আপনাকে কোনভাবে সাহায্য করে থাকে তবে দয়া করে আপনার বন্ধুদের সাথে এটি শেয়ার করতে ভূলবেননা। আশা করি আমি আপনাদের বুঝাতে সক্ষম হয়েছি।

এই আর্টিকেল সম্পর্কে আপনার যদি কোন প্রশ্ন থাকে বা সাহায্যের প্রয়োজন হয় দয়া করে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ধন্যবাদ
Happy Blogging ?

4 thoughts on "How to enable disappearing Message in WhatsApp chat and Group? Complete Tutorial"

  1. স্বপ্ন Author says:
    সুন্দর পোস্ট ?
    1. Tareq Aziz Author Post Creator says:
      ধন্যবাদ ?
    1. Tareq Aziz Author Post Creator says:
      ??

Leave a Reply