Bing Image Creator AI কি?

বিং ইমেজ ক্রিয়েটর হলো একটি AI Service যা মাইক্রোসফট দ্বারা পরিচালিত হয়। এটি আপনার imagination কে কাজে লাগিয়ে খুব কম সময়েই DALL-E এর সাহায্যে image generate করে দিবে অনেকটা MidJourney AI এর মতো।

MidJourney VS Bing Image Creator

Bing Image Creator: Bing image creator দিয়ে আপনি ফ্রিতে Unlimited Image Generate করতে পারবেন

MidJourney:  MidJourney দিয়ে প্রতি মাসে মাত্র ৫ টি image generate করতে পারবেন।

যেভাবে Bing AI দিয়ে Image Generate করবেন

 

Bing Image Creator কে Bing chat এ integrate করা হয়েছে
তো যারা Bing preview তে জয়েন করেছেন খুব শীঘ্রই Bing Search Engine এর Chat অপশন থেকেই Chatbot এর মাধ্যমে image generate করবেন পারবেন

 

কিন্তু Maximum মানুষই Bing Preview তে জয়েন করে নাই আর জয়েন করলেও এখনো অনেকেই পায় নাই সেই চিন্তা থেকেই Bing তাদের ফিচারটি টেস্ট করার জন্য নিয়ে আসলো bing.com/create যেখান থেকে আপনি চাইলে Midjourney এর মতো bing এর image generator টি ইউজ করতে পারবেন।

Bing Image Creator দিয়ে ছবি তৈরি করতে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করুন:

  1. প্রথমে আপনাকে bing.com/create সাইটটি ভিজিট করতে হবে।
  2. এখন ছবির “Join & Create” বাটনটি ক্লিক করুন।

  3. তারপর আপনি আপনার imagination কে কাজে লাগিয়েই আমার মতো এমন সব চমৎকার ছবি Generate করতে পারবেন

এটি খুবই সহজ প্রক্রিয়া এবং আপনি এর মাধ্যমে খুব সহজে একটি কাস্টমাইজড ছবি তৈরি করতে পারেন।

বিঃ দ্রঃ কিছু কিছু word আছে যেগুলো ইউজ করে আপনি image generate করতে পারবেন না।

  • যেমন – “chatGPT”, “adult”, “nudity”, “pornography”, “violence” ইত্যাদি।

 

Here is some image Generated By Bing AI:

তো এই ছিলো আজকের পোস্টে দেখলেনই তো এখন Chatbot দিয়েই কিন্তু image generate করে নেওয়া যাচ্ছে, in future এ ChatGPT, Bing, Google Search (Google Bard AI) এই সবজায়গায় ই এই সুবিধা গুলো পাবেন আশা করি।

টেকনোলজিকে ভালোবাসুন, টেকনোলজির সাথে নিজেকে আপডেটের রাখুন।

Daraz এর সকল অফার জানতে জয়েন করুন Daraz Offers & Mystery Box BD  ফেসবুক গ্রুপে

8 thoughts on "Bing AI চ্যাটবট দিয়ে এখন থেকে ফ্রিতেই Midjourney AI এর মতো ছবি Generate করুন"

  1. Abdus Sobhan Author says:
    Kichu kichu words ache, jegulo use korle kaj kore na.
    Ai bisoy ti post er moddhe ullekh kore dite paren.
    1. Kazi Mahbubur Rahman Author Post Creator says:
      Thanks for your suggestion
      I have added this line ?
  2. Obidurjim Contributor says:
    nijer pic deewa jay ?
    1. Kazi Mahbubur Rahman Author Post Creator says:
      আপাতত নিজের ছবি আপলোড দেয়ার কোন অপশন দেয় নাই preview version তো এজন্য মেবি

      বাট ফিউচারে অবশ্যই থাকবে৷ যেমনটা DALL-E তে আছে

      DALL-E=>https://labs.openai.com

      ( DALL-E তে এখন সার্ভার ইস্যু তাই DALL-E থেকে image generate করা যাবেনা)

    1. alaminrifat Contributor says:
      হ্যা এখন পর্যন্ত একদম ফ্রি
  3. MD Musabbir Kabir Ovi Author says:
    বাফারিং করে

Leave a Reply