১৬ মে গুগল একটা এনাউন্সমেন্ট দেয় যে, কেউ যদি ২ বছরের মাঝে একাউন্টে লগিন না করে তাহলে সেই জিমেইল গুগল ডিলিট করে দিবে।

সিম্পল কথা কিন্তু এটার ফলাফল ভয়াবহ হতে পারে যদি আপনি সচেতন না হন এখনই।
Reference: https://blog.google/technology/safety-security/updating-our-inactive-account-policies/

• কি হতে পারে?

(১) আপনার মুল্যবান জিমেইল রিমুভ হয়ে যাবে।
(২) আপনার জিমেইলে থাকা কন্টেন্ট এবং গুগল ওয়ার্কস্পেস(Gmail, Docs, Drive, Meet, Calender),ইউটিউব এবং গুগল ফটোর সব কন্টেন্ট ডিলিট হয়ে যাবে।

• কখন থেকে শুরু হবে? বা কিভাবে হবে?

উত্তরঃ যেহেতু হুট করে বললেই এবং কার্যকর করলে সমস্যা তাই গুগল কর্তৃপক্ষ এটা ধিরে ধিরে করবে।
(১) ২০২৩ সালের শেষে ডিসেম্বর মাস থেকে এই পলিসির শুরু হবে।
(২) যে একাউন্ট গুলো ক্রিয়েট করার পর আর লগিন করেনি সেগুলো দিয়েই স্টার্ট করবে।

• কোন ওয়ার্নিং দিবে?

উত্তরঃ গুগল একাউন্টের তারা বারবার নোটিফিকেশন পাঠাবে ডিলিট এর এবং যদি রিকোভারী ইমেইল সেট করা থাকে তাহলে সেই ইমেইলেও নোটিফিকেশন পাঠাবে।

• কোন ধরনের জিমেইলে এটার প্রভার পড়বেনা অর্থাৎ ২ বছর লগিন না থাকলেও ডিলিট হবেনা?

(১) অর্গানাইজেশনের ইমেইল অর্থাৎ স্কুল এবং বিজনেস জিমেইল গুলোতে এর প্রভাব পড়বেনা।

• কিভাবে এক্টিভ রাখবেন?

(১) Reading or sending an email
(২) Google Drive
(৩) Watching a YouTube video
(৪) Downloading an app on the Google Play Store
(৫) Using Google Search
(৬) Using Sign in with Google to sign in to a third-party app or service
তবে লগিন না করলেও যেগুলো করা থাকলে ডিলিট হবেনা যদি গুগল একাউন্ট দিয়ে কোন সবস্ক্রিপশন নেওয়া থাকে যেমনঃ Google One, কোন নিউজ পাবলিকেশনে বা কোন এফে সাবস্ক্রিপশন নেওয়া থাকলে কন্সিডার করবে গুগল।

এবার আসেন সচেতন না হলে কি হবে?

লগিন না করলে কি হবে?

উত্তরঃ আমরা সবাই কমবেশি সোস্যাল মিডিয়া ব্যবহার করি এবং অধিকাংশ ই গুগলের জিমেইল ব্যবহার করি সেক্ষেত্রে,
(১) যদি ফেসবুক একাউন্টে জিমেইল এড থাকে এবং ২ বছরের মধ্যে লগিন না হলে আপনার সেই জিমেইল আবার নতুন করে কেউ ক্রিয়েট করতে পারবে ফলে ফেসবুক বা সোস্যাল মিডিয়া একাউন্ট হ্যাক হবে প্রচুর আর হ্যাক হওয়া মানেই সেটার প্রভাব কতটা ভয়াবহ হতে পারে তা হয়তো ইতিমধ্যে জানেন বিভিন্ন নিউজ দেখে এরপরও না জানলে গুগল সার্চ করে সাইবার ক্রাইম নিয়ে নিউজ গুলো পড়ুন।
করণীয়ঃ

(১) আপনার জিমেইল থাকলে সেগুলো চেক করুন, পাসওয়ার্ড না জানলে দয়াকরে এই উছিলায় পাসওয়ার্ড রিকোভার করুন এবং জিমেইল এর টু-ফ্যাক্টর ভেরিফিকেশন ব্যবহার করুন পাশাপাশি অবশ্যই একটা রিকোভারী জিমেইল সেট করবেন।

কয়েকবছর আগে ইয়াহু ইমেইল যারা ব্যবহার করেছে তাদের মধ্যে অগণিত মানুষ হ্যাকিং এর শিকার হয়েছে কারনে নির্দিষ্ট সময় লগিন না করার সেই একই ইয়াহু ইমেইল নতুন করে খুলে সোস্যাল একাউন্ট হ্যাক হওয়ার ঘটনা অহরহ হয়েছে।
ইয়াহু ক্লোনিং করে একাউন্ট হ্যাক হয়েছে সেইম একই ভাবে আপনার জিমেইলের ক্লোনিং হতে পারে যদি আপনি সচেতন না হন।

তাই এই পোস্ট টি পড়ে থাকলে নিজ দায়িত্বে শেয়ার,কপি-পেস্ট,কপি যা খুশি করেন বাট করেন যাতে আপনার একটা পোস্টে অন্তত একজন হলেও সচেতন হয় সেটাই স্বার্থকতা।

পোস্টটি প্রথম প্রকাশিত হয় Tech Help BD ফেসবুক পেইজে

6 thoughts on "আপনার গুগল একাউন্টে ২ বছরের মধ্যে লগিন না হলে ডিলেট হয়ে যাবে সেই গুগল একাউন্ট!"

    1. Kazi Mahbubur Rahman Author Post Creator says:
      Thanks for your suggestion
      Reference added ✅
  1. mdmamunrahman Contributor says:
    আচ্ছা ভাই যদি ফোনের মধ্যে একাউন্ট লগইন থাকে আর জিমেইলে ইমেইল আসে এই সেই চেক করা হয় দেখা হয় ইমেইল করা হয় তাহলে কি অ্যাকাউন্ট ডিলিট হওয়া সম্ভব না আছে এছাড়া প্রায় সময় আমার google ফটোজে ফটো আপলোড হয়
    1. Kazi Mahbubur Rahman Author Post Creator says:
      না, gmail এ আসা মেইল চেক করলে একাউন্ট ডিলিট হবেনা
  2. MD Musabbir Kabir Ovi Author says:
    অনেক গুলোর পাস জানি নাহ ?

Leave a Reply