Custom Theme Review

Tested Device

Device: Poco x3
Miui: 12 (eu)
Android: 10
Root: Yes

Miui ব্যাবহারের একটি সুবিধা হল এতে অনেক থিম ব্যাবহার করা যায়। যার মাধ্যমে বুট এনিমেশন, ইউয়াই থেকে শুরু করে সব কিছু কাস্টোমাইজ করার সুযোগ থাকে। এর ইনবিল্ট থিম স্টোরে হাজার হাজার থিম থাকলেও থার্ট পার্টি থিম ইউস করার মজাই আলাদা কারণ এতে থাকে হাজার রকমের কাস্টোমাইজ করার সুযোগ।আজকের থিম এর নাম হচ্ছে Delux Lineui Vip এই থিম নিয়ে বলার কিছু নেই জাস্ট জোশ একটা থিম। এটি মিউইয়াই ১২ সাপোর্ট করে, পুরাতন miui তে টেস্ট করে দেখতে পারেন চলে কিনা। এই থিম ui আইকন, ডায়ালার মেসেজিং অ্যাপ সহ অনেক কিছুই কভার করে। ডার্ক mode এবং লাইট মোড এ এটি ভালই কাজ করে। এতে কোন ইস্যু পাইনি আমি ইউস করে এবং খুবই প্রিমিয়াম ফিল দিবে আপনাকে। স্ক্রিনশট গুলো দেখে নিতে পারেন।


SCREENSHOTS

Installation

ইনস্টল করতে এই পোস্টটি দেখুন

5 thoughts on "শাওমি Miui অসাধারণ Delux Lineui Vip কাস্টম থিম ইনস্টল করুন একদম ফ্রীতে"

  1. Avatar photo M. ABDUS SATTAR Contributor says:
    দুটোই একই অবস্থা
  2. Avatar photo M. ABDUS SATTAR Contributor says:
    দুটোই একই অবস্থাা?
  3. Avatar photo mdmamunrahman Contributor says:
    ভাই অ্যান্ড্রয়েড টেন ভার্সন কিভাবে করতে হয় তা নিয়ে একটা পোস্ট করো না অনেক চেষ্টা করেছি করতে পারতেছিনা ওয়ালটন প্রিমো gh9
  4. Avatar photo স্বপ্ন Author says:
    সুন্দর পোস্ট ?

Leave a Reply