আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আজকের পোস্টে দেখাবো যে  কিভাবে আপনি টেম্পারেচারি ইমেল জেনারেট  করবেন!

তাও আবার টেলিগ্রাম বটের মাধ্যমে, প্রিমিয়াম Temp Mailer বোট সবার জন্য ফ্রি! 

এই বটের সুবিধা গুলো হলো:

Powerful And Most Advantage Premium Temp Mailer Telegram Bot

Randomly Temp Mail জেনারেট করতে পারবেন।

Custom Name অর্থাৎ জিমেইল এর মতন,  আপনার নিজের নাম দিয়ে মেইল তৈরি করতে পারবেন।

আপনার মেইলের Old Inbox হিস্টোরি চেক করে দেখতে পারবেন।

এগুলা মেইল দিয়ে ফেসবুক সহ যেকেনো একাউন্ট খুলতে পারবেন।

পছন্দ মত কাস্টম ডোমেইন সিলেক্ট করেও মেইল জেনারেট করতে পারনেন।

Temp Mailer সাধারণত নতুন মেইল জেনারেট করলে  পূর্ববতী মেইলের  history পাওয়া যায় না, এখানে আপনি সেই  সুবিধাও পাবেন।

Bot Link : @XtempMailer_bot

প্রথমে এই টেলিগ্রাম বট টি ওপেন করে তারপর Random Mail Option এ ক্লিক করে দিবেন, ক্লিক করলে রেন্ডমলি ইমেইল জেনারেট করতে পারবেন।

 

এরপর আপনারা নিজের নামে ইমেইল তৈরি করার জন্য কাস্টম মেইল অপশনে ক্লিক করে আপনার নাম লিখে দিবেন তারপর দেখবেন আপনার নামে ইমেইল তৈরি করে দিয়েছ।

যেমন এখানে আমি ট্রিক বিডি নাম লিখে পাঠিয়ে দিয়েছি দেখেন আমাকে কি দেখবি রে নামে একটি ইমেইল তৈরি করে দিয়েছে এখন এটা কাজ করে কিনা সেটা চেক করে দেখব।

 

 

দেখুন আমি একটি ওয়েবসাইটে ওই ইমেইলটা ব্যবহার করে লগইন করলাম এখন বট টি ওপেন করে দেখব যে আমার ওটিপি মেসেজটা বটে চলে আসছে কিনা

 

তো ফাইনালু দেখুন,  বটের মাই মেইল ইনবক্স অপশন এ ক্লিক করবেন।

তারপর আপনার ইনবক্স দেখতে পারবেন।

more advance option এ ক্লিক করবেন।

এখানে আপনার পুরনো ইমেইলের হিস্টোরি গুলো দেখতে পারবেন যেটা অন্যান্য টেম্পে মেইলারে এসব সুবিধা পাবেন।

কাস্টম ডোমেইন আপডেট করা হচ্ছে,  আপডেট হলে ব্যবহার করতে পারবেন।

আরো সহজভাবে টিপস গুলো বলে দিচ্ছি,

Free Premium Temp Mailer Bot  ✅

1. 🧑‍⚖️ Random TempMail অপশন থেকে mail generate করতে পারবেন।

2. নিজের নাম দিয়ে মেইল জেনারেট করার জন্য 💡 Custom TempMail Option এ ক্লিক করবেন, এরপর আপনার নাম দিয়ে সেন্ড করবেন।

3. 👨‍🏭 My Temp Inbox অপশন থেকে ইনবক্স মেসেজ দেখতে পারবেন।

4. পুরোনো মেইলের ইনবক্স হিস্টোরি দেখার জন্য ❤️‍ More Advance Option ❤️‍ এ ক্লিক করে Old Inbox Data তে ক্লিক করবেন।

আজকের পোস্টে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

 

7 thoughts on "পাওয়ারফুল প্রিমিয়াম টেম্প মেইলার বট সবার জন্য ফ্রী, নিজের নামে কাস্টম মেইল তৈরি করুন, সাথে ওল্ড inbox হিস্টোরি দেখার সিস্টেম।"

  1. Shakib Contributor says:
    Bot admin k vai??
    1. Shofikul Islam Author Post Creator says:
      @Shakib ami
    2. Shakib Contributor says:
      Vai Apnr telegram profile link den please
    3. Shofikul Islam Author Post Creator says:
      @S80F9K6L1337
  2. jepiyo9479 Contributor says:
    Team 1337 er koyekdin por por new bot banay and kaj kore na
    1. Shofikul Islam Author Post Creator says:
      @jepiyo9479 new hosting kena hoise bro..ekn egula always kaj krbe
    2. jepiyo9479 Contributor says:
      Acca

Leave a Reply