আসসালামুআলাইকুম৷ আশা করি সবাই ভালো আছেন৷ অনেকদিন পর পোষ্ট লিখছি৷ আজকে যে বিষয়টি নিয়ে পোস্ট করব তা আপনারা হয়তো টাইটেল দেখে বুঝে গেছেন৷ আমরা অনেকেই ফটো এডিট করতে চাই কিন্তু বাজে এডিটিং ও অতিরিক্ত সময় লাগার কারনে এডিট করার ইচ্ছাই হয় না৷তো চলুন Easy edit শিখে নেই৷ফটো ইডিট এর বেসিক থেকে শুরু করি৷
##আজকে দেখাবো কিভাবে দ্রুত photo blur করবেন৷
কিন্তু প্রশ্ন হলো এ নিয়ে অনেকগুলো পোস্ট আছে৷ তাহলে আপনারটা কেন দেখবো?
উওর:
1. সময় বাঁচবে
2.রেজুলেশন ঠিক থাকবে৷
3.সুন্দর কালার কারেকশন৷
4. পরবর্তী ধাপে এ নিয়ে advance কিছু দেখাবো৷
###তো চলুন শুরু করি৷ প্রথমে নিচ থেকে ১৫০৳ মূল্যের After focus pro Apps টি ডাউনলোড করে নিন৷
Direct link:ডাউনলোড
# এবার স্মার্ট এ ক্লিক করে continue দিন৷
# এখন বামপাশের কর্নারে প্রথম যে man বাটনটি দেখছেন সেখানে ক্লিক করে যে অংশটি focus করবেন সেই অংশের চারদিকে দাগ দিন৷
# এবার বাম পাসে কর্নারে পিকচার আইকনে ক্লিক করে unfocuse অংশগুলোতে দাগ দিন৷
#এবার next এ ক্লিক করুন৷ নিজের ইচ্ছেমত blur পরিমানও filter select করুন৷
# তবে সবচেয়ে ভালো লাগে এটা venting effect.
#এবার ক্লিক করে save করুন৷
পিক্স আর্টে ফটো এডিট করার পর রেজুলেশন এতো কমে যায় কেনো? এর কি কোনো সমাধান আছে?
Thanks