আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি হচ্চে কিভাবে কালি লিনাক্স এর সকল টুল অন্যান লিনাক্স অপারেটিং সিস্টেম যেমন – Ubuntu. Linux arch. red Hat. Linux mint এ ইন্সটল করবেন।
কালি লিনাক্স এর সকল সিকুরিটি এনালাইজার টুল যেমন 1) Matasploit 2) THC – HYDRA 3)SQLMAP
ওয়ারলেস নেটওয়ার্ক হ্যাকিং এর জন্য – ১)Aircrack -Ng 2)Wifite 3)Hashcat 4) Fluxion
আরও অনেক টুল পাবেন এই একটি কিট এর মাঝে।
Katoolin Python Script
তাহলে চলুন দেখাই কিভাবে এই স্ক্রিপ্ট টি ইন্সটল করবেন আমি আমার Ubuntu অপারেটিং সিস্টেম এ দেখাবো আপনারা যদি অন্যান লিনাক্স
অপারেটিং সিস্টেম ব্যাবহার করেন একই পদ্ধতিতে ইন্সটল করতে পারবেন
STEP -1) প্রথমে আপনার লিনাক্স টার্মিনাল ওপেন করুন তারপর টাইপ করুন
git clone https://github.com/LionSec/katoolin
অথবা ডাউনলোড করুন এখান থেকে Github
ইন্সটল কম্পলিট হয়ে গেলে। টাইপ করুন
cd Katoolin
কেটলিন ফোল্ডার এ প্রবেশ করুন তার জন্য টাইপ করতে হবে।
ls
chmod +x katoolin.py
ইন্সটল এর পালা শেষ আসুন এখন Katoolin Run করা যাক।
কমান্ড দিন।
sudo katoolin
Katoolin এর মেইন মেনো দেখতে পাবেন স্ক্রিনশট এর মতো
এখান থেকে সকল টুল আপডেইট করা যাবে । সকল টুল ইন্সটল করতে পারবেন।
৫ নাম্বারে খেয়াল করুন Help মেনো আছে এখান থেকে জানতে পারবেন কিভাবে এই টুল ব্যাবহার করতে হয় 5 লিখে ইন্টার করুন।
এখন 1 চাপুন –Add Kali lunux repositories
2 লিখে ইন্টার করুন – Update এখান সকল টুল দেখতে পাবেন।
আমি 35 নাম্বার এর WORDLIST নামে একটি টুল ইনইন্সটল করে দেখাচ্ছি। আপনি যে টুল ইন্সটল করতে চান তার নাম্বার লিখে ইন্টার করবেন। নিচের মতো দেখুন আমার ইন্সটল শুরু হয়ে গেছে।
এভাবেই আপনি পারবেন কালি লিনাক্স এর সকল টুল আপনার উবুন্টু তে চালতে।
এখন কিছু টুল দেখা যাক।
Password Attacks টুুল এখানেে আপনি পাবেন Passoword হ্যাকিং এর এক বিশাল কম্বিনেশন ।
১৫ নাম্বার টুল টি হচ্ছে JHON THR RIPPER
এটি একটি শক্তিশালী পাসওয়ার্ড হ্যাকিং টুল যা দিয়ে খুব সহজেই Facebook. Gmail একাউন্ট এর সাথে Wordlist এটাক দিয়ে পাসওয়ার্ড হ্যাক করতে পারবেন।
আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি।
ফেইসবুক আমি
19 thoughts on "[Katoolin Python Script] ইন্সটল করুন সিকিউরিটি এনালাইজ ডিস্ট্র কালি লিনাক্স এর সকল টুল এক ক্লিকে আপনার যেকোনো লিনাক্স অপারেটিং সিস্টেম এ( উবুন্টু ইন্সটলেশন টিউটোরিয়াল)"