কেমন হবে যদি Google Search Engine এ আপনার নাম থাকে?

যেহেতু কম্পিউটার টা আপনার, তাই এরকমটা হলে তো মন্দ হয় না, তাই না?

আজ আমি এরকমই একটি ট্রিক দেখাবো। প্রিয়জনকে impress কিংবা বন্ধুদের সাথে মজা করতে এই ট্রিকটি অনেকটাই কার্যকর।

ট্রিকটা খুবই Simple…. Just একটা Firefox Extention খেলা। তাই PC তে Firefox browser কিংবা Chrome Browser (যেগুলোতে Firefox Extention সাপোর্ট করে) দিয়েও করা যেতে পারে

চলুন আগে দেখি কিভাবে কাজটি করবো:

1. প্রথমে Firefox Browser এ গিয়ে আমরা এই লিংক থেকে Google MyLogo নামের Extention টি Install করে নেবো।

2. এবার একেবারে কোনায় দেখতে পাচ্ছেন ছোট্ট করে এ “G” আছে, এটাতে ক্লিক করুন।

3. এখানে আপনার নাম লিখে Save দিন। চাইলে আপনার প্রিয়জন বা বন্ধুর নামও দিতে পারেন, এতে সে বেশি impress হবে। কারণ যেকোন মানুষের কাছে আপনার নামের চেয়ে নিজের নামটি বেশি প্রিয়।
যা হোক, আমি এখানে Zorex লিখলাম।

এবার যদি আপনি Google.com এ যান, তবে দেখবেন Google এর লগোটি চেন্জ হয়ে আপনার নাম হয়ে গিয়েছে!!

অসাধারণ একটি Extention, তাই না?

 

Chrome user দের জন্য:

Chrome Extention Link:  Custom Logo Extention

 

আপনারা চাইলে android এ Kiwi Browser দিয়ে এই Extention টি try করে দেখতে পারেন। আর আপনাদের যদি এরকম আরো কিছু অসাধারণ এক্সটেনশন সম্পর্কে জানা থাকে তবে কমেন্ট করে জানাবেন।

সকলের জন্য শুভকামনা রইলো।

13 thoughts on "Google Search Engine এ আপনার নাম লাগিয়ে বন্ধুদের অবাক করে দিন"

  1. Tangible Belal Contributor says:
    Android ar Chrome a hobena?
    1. Zorex Zisa Author Post Creator says:
      Thank u bro
  2. Shakib Expert Author says:
    অনেক Unique post??

    Keep it up?

    1. Zorex Zisa Author Post Creator says:
      উৎসাহ দেয়া জন্য ধন্যবাদ Bro
  3. FAIHAD Contributor says:
    Good Post
  4. Md Ibrahim Contributor says:
    Mobile diye jorar upay ase ki
  5. 404 Contributor says:
    Vaiya Mobile Diya Kivabe Korbo

Leave a Reply