আসসালামুয়ালাইকুম,

MX player এর সাথে আমরা কমবেশি সবাই পরিচিত । ভিডিও দেখার জন্য ৯০ থেকে ৯৫% মানুষই MX player ব্যবহার করে থাকে । আজকে আমি এই পোস্টে এই MX player এর ই ০৫ টি টিপস এবং সেটিংস্ শেয়ার করতে যাচ্ছি । তো দেরি না করে পোস্টটি শুরু করা যাক ।

০১ নম্বর টিপস :

অধিকাংশ মানুষ আমরা জানি যে এমএক্স প্লেয়ার দিয়ে শুধুমাত্র ভিডিও দেখা যায় কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা জানি না যে এমএক্স প্লেয়ার দিয়ে অডিও প্লে করা যায় । সেটি এখন দেখাতে চলেছি ।

এজন্য চলে যাবেন এমএক্স প্লেয়ার এর হোমপেজে । তারপর এইখানে যদি দেখেন বামদিকে উপরে কোনায় তাহলে এখানে তিন লাইন মেনু দেখতে পারবেন । তিন লাইন মেনুতে আপনাকে ক্লিক করতে হবে ।

এইখানে একটি অপশন পাবেন Local player settings নামের সেই অপশনটিতে আপনাকে চলে যেতে হবে ।

এই Local player settings অপশনটিতে যাওয়ার পর আরেকটি অপশন দেখতে পারবেন audio নামে । সেটাতে ক্লিক করবেন ।

এখানে যাওয়ার পর প্রথম যে অপশনটি দেখতে পাবেন সেখানে ডান দিকে একটি বর্গক্ষেত্রের মত দেখতে পাবেন এটাতো একটা ট্যাপ করতে হবে ।

এইখানে দুই-তিনবার রিফ্রেশ করবেন । তাহলে কিন্তু আমার ভিডিও ফাইল গুলোর সাথে অডিও ফাইল যেগুলো ছিল আমার মোবাইলে সেগুলো দেখাচ্ছে ।

দেখুন এটা কিন্তু কোন ভিডিও না ।

০২ নম্বর সেটিংস:

এমএক্স প্লেয়ার দিয়ে যখন আমরা কোন ভিডিও দেখি তখন এর সাউন্ড কিন্তু 16 এর বেশি হয় না ।

এখন এই সেটিংস এর মাধ্যমে আপনি 16 বেশি সাউন্ড করতে পারবেন ‌। এর জন্য আপনি যেকোনো একটি ভিডিও সেলেক্ট করবেন । এরপর এখানে কি অপশন দেখতে পারবেন HW নামে এখানে ক্লিক করবেন ।

এখানে যে দুই নম্বর অপশনটা আছে HW+ decoder সেটা সিলেক্ট করবেন ।

এখন যদি আমি আমার ভলিউম বাড়াই তাহলে দেখুন এটা কিন্তু 32 পর্যন্ত যাচ্ছে । আশা করি এই সেটিংস টি বুঝতে পেরেছেন ।

০৩ নম্বর সেটিংস :

এই সেটিংস টা সম্পর্কে আমরা অনেকেই অবগত । Subtitle এড করে আমরা এমএক্স প্লেয়ার এ কোন ভিডিও দেখতে পারি । এক্ষেত্রে অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে যে ভিডিওটির যাতে সাবটাইটেল দেয়া থাকে । ধরুন আপনি কোন পপুলার মুভি দেখছেন এক্ষেত্রে যদি অনলাইনে কোন সাবটাইটেল থেকে থাকে তাহলে আপনি সেটা ডাউনলোড করে এখানে দিয়ে সাবটাইটেল সহ ছবিটি দেখতে পারবেন ।এটার জন্য এখানে যে অপশন দিকেই দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করবেন ।

এরপর যদি কোন সাবটাইটেল থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন মুভিটা সাবটাইটেল সহ ।সময় সাপেক্ষ কাজ তাই আমি এটা দেখাচ্ছি না ।

০৪ নম্বর সেটিংস :

এমএক্স প্লেয়ার এর আরেকটি চমৎকার অপশন বা ফিচার হলো যে এটি দিয়ে আপনি আপনার যেকোন ভিডিও ফাইল হাইড করতে পারবেন । এর জন্য এইখানে যে বামদিকে উপরে কোনায় থ্রি লাইন মেনু আছে সেটাতে চলে যাবেন ।

এখানে একটি অপশন দেখতে পাবেন private folder নামে । এখান থেকে আপনি আপনার ভিডিওগুলো হাইড করতে পারবেন । আমি খুব শিগ্রই এটি নিয়ে একটি বিস্তারিত পোস্ট করতে চলেছি trickbd.com এ তাই এটি আপাতত দেখালাম না ।

০৫ নম্বর সেটিংস :

এমএক্স প্লেয়ার এর আরেকটি মজাদার ফিচার হল যে এটির মাধ্যমে আপনি ভলিউমটাকে মডিফাই করতে পারবেন মানে সাউন্ড এর বেজ বা অন্য কিছু বাড়িয়ে বা কমিয়ে শুনতে পারবেন । এটাকে equalizer বলা হয় । Just simply যেই ভিডিওটিতে করতে চান সেটাতে চলে যাবেন এরপর নিচের স্ক্রিন সট এর মতো যেই অপশন টা দেখতে পাচ্ছেন সেটিতে চলে যাবেন । এরপর এটাকে অন করে দেবেন । অন করার পর আপনার ইচ্ছামত এটাকে ব্যবহার করতে পারবেন ।

এতক্ষণ ধৈর্য সহকারে পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ । পোস্টটি বুঝতে কোন প্রকার অসুবিধে হলে আমার ভিডিওটি দেখতে পারেন ভিডিও দেখতে ক্লিক এখানে

আমার চ্যানেলে পাবেন আপনি এরকম অনেক টিউটোরিয়াল এবং মোবাইল সম্পর্কে বিভিন্ন প্রকার টিপস এবং ট্রিকস তো আপনি চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন । সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

পোস্টটি ভাল লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত এবং পোস্টটি শেয়ার করুন ।

বি.দ্র. আজে বাজে মন্তব্য করবেন না । আপনার রিপোর্ট করার অধিকার আছে । ভালো না লাগলে রিপোর্ট করে চুপচাপ চলে যাবেন । অযথা খারাপ মন্তব্য করবেন না যথাযথ জবাব এবং ব্যবস্থা নেওয়া হবে ।

ট্রিকবিডি এর সাথেই থাকুন ।

আরো পোষ্ট :

মোবাইল এর ক্যামেরা গোপনে আপনার ছবি নিচ্ছে নাতো ? Phone Camera permission settings

বাংলা দিয়ে টাইপ করলে অটোমেটিক ইংরেজি হয়ে যাবে । automatic Bangla to English

4G চলবে সুপার স্পিডে মাত্র ০১ টি সেটিংসে

37 thoughts on "MX player এর ০৫ টি গোপন টিপস যা ৯০% মানুষ ই জানে না । MX player hidden tips ."

  1. Rafi Contributor says:
    OOO,,,Apni Na bolle to amra jantei partam na
    1. BD TECH Author Post Creator says:
      তাই ! তারপর ?
  2. Md Anamul Contributor says:
    খুব উপকারি পোস্ট ????
    1. BD TECH Author Post Creator says:
      ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
  3. aassrr Contributor says:
    sob gulai jani tar poreo thanks
    1. BD TECH Author Post Creator says:
      আপনার মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । এবং আপনার ধন্যবাদ এর পরিপ্রেক্ষিতে ওয়েলকাম
    2. aassrr Contributor says:
      ❤️
  4. Jahid hossen Contributor says:
    এগুলা Hidden tips কেমনে হলো…
    1. BD TECH Author Post Creator says:
      কিভাবে আবার , টাইটেল এ লেখা তাই । এই পৃথিবীতে হিডেন বলতে কিছু নেই । একজন হলেও ঐ বিষয়টা সম্পর্কে জানে যেটা গোপন । আকর্ষণীয় টাইটেল না দিলে কেউ পোস্ট এ ঢুকে না ।
  5. 2Xa4A Author says:
    Aygulaa obossho shobb mx player user raai jaane
    1. BD TECH Author Post Creator says:
      আপনার মূল্যবান মতামত টির জন্য ধন্যবাদ । তারা জানতেই পারে ।
  6. Asad Contributor says:
    90% মানুষ জানলো আজকে এই পোস্ট দেখে
    খুবই উপকার হইলো?
    1. BD TECH Author Post Creator says:
      আপনার ইমুজি সম্পর্কে আমি বলতে পারবো না । তবে আপনার কথা পড়ে বুঝতে পারলাম যে আপনি পোস্ট টি ইনজয় করেছেন ।
  7. অহ অসাধারণ পোস্ট , একেবারে ফাটাফাটি ! ???
  8. BD TECH Author Post Creator says:
    আপনার মূল্যবান মতামত টির জন্য আপনাকে ধন্যবাদ । তবে ইমুজি সম্পর্কে আমি জানি না কি বলব ! তাই এক বালতি শুভেচ্ছা
  9. Murad333 Contributor says:
    Good post (Edited)
    1. BD TECH Author Post Creator says:
      পোস্ট ভালো লাগে নি চুপচাপ রিপোর্ট মেরে চলে যান । অযথা অশ্লীল মন্তব্য করে বংশের পরিচয় দিবেন না ।
    2. Trickbd Support Moderator says:
      Warning.
      ভালোভাবে বুঝিয়ে বলুন।
  10. HOSSAIN MAHMUD Contributor says:
    পোস্ট টি দেখার সাথে সাথে বহুদিন আগের রিপোর্ট দেওয়ার প্রসেস টা মনে পড়ে গেলো, খুব ভালো পোস্ট করেছেন, এই রকম টাইটেল দিয়া পোস্ট করবেন, আর রিপোর্ট খাবেন, না হইলেও ১০০ পোস্ট আছে এইসব ট্রিকস নিয়া,
  11. BD TECH Author Post Creator says:
    লাইক এর পাশে রিপোর্ট অপশন দেখতে পারবেন যাস্ট সিম্পলি সেটাতে ক্লিক করবেন । করে রিপোর্ট করে আমাকে উদ্ধার করুন ।
  12. Jamil Contributor says:
    Bhai apni bollen je 90% Manush Jane nah ??…but I think 90% Manush e Jane ?
    1. BD TECH Author Post Creator says:
      জানে তাহলে তো হয়েই গেল । সমস্যা কি এতে ?
  13. Itz_Xani Contributor says:
    caption ta ulta korle valo hoy.. eta maybe 80-90% lok e jane
    1. BD TECH Author Post Creator says:
      আপনি ০৩ টি পোস্ট করে ট্রেইনার রিকুয়েস্ট পাঠান । এপ্রুভ হলে আপনার ক্যাপশন যাচাই করে দেখবে সবাই । বলা খুব সহজ কিন্তু খুব কঠিন একটা পোস্ট তৈরি করা । আপনি চেষ্টা করে দেখুন ।
    2. Itz_Xani Contributor says:
      ah thik ase.. try korbo??
  14. Trickbd Support Moderator says:
    মেম্বারা যেভাবে নেগেটিভ কমেন্ট করতে দলবেঁধে আসেন সেভাবে যদি মানসম্মত পোস্টে উৎসাহ দিয়ে কমেন্ট করতেন তাহলে আরো ভালো কিছু পেতেন।
    আমাদের মনমানসিকতা সবসময় নিচু মানের।
    ভুলটা দেখি কিন্তু সুন্দরের কদর করতে চাইনা।
    1. BD TECH Author Post Creator says:
      ঠিক বলেছেন ।
  15. Emrus Legend Author says:
    খুব ভালোভাবে উপস্থাপন করেছেন।
    তবে এটি স্বাভাবিক ফিচার।
    প্রায় লোকেরই জানার কথা।
    1. BD TECH Author Post Creator says:
      আপনার মূল্যবান মতামত টির জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
  16. Hassan Contributor says:
    এইগুলা তো প্রাই সবাই জানে????
    1. BD TECH Author Post Creator says:
      প্রায় সবাই । সবাই না ।
  17. S A Suvo Sheikh Contributor says:
    পাড়ার ছোট ভাই যখন, MX Player এর এই গোপন ট্রিকস শেখায়।
    লে আমিঃ এতদিন CSE পড়ে কি বা** ছিড়লাম।
    1. BD TECH Author Post Creator says:
      অশ্লীল মন্তব্য করা থেকে বিরত থাকুন । এত যখন পারেন তাহলে পোস্ট করে দেখান ।
  18. FAHIM+MORSHED Contributor says:
    ১০০% লোকই এগুলা জানে যারা কিনা ট্রিকবিডি ভিজিট করে। আর এই ওয়েবসাইট এর সাথে যারা জড়িত তারা সবাই এসব নরমাল জিনিস গুলো জানে। তাই যদি পারেন তাহলে এডভান্স লেভেলের কিছু সেয়ার করেন। এখন ভালো ট্রিক গুলো সবাই গোপন রাখতে চাই, তাই এসব নিয়ে ট্রিকবিডিতে পোষ্ট হয়। ?
    1. BD TECH Author Post Creator says:
      আপনার মূল্যবান মতামত টির জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
  19. Gaffar Contributor says:
    Background play(audio), Audio player অন করার পরেও ভিডিও ব্যাকগ্রাউন্ডে প্লে হয় না। আগের মোবাইলে হত। পারলে সমাধান দেন।
    1. BD TECH Author Post Creator says:
      আমার মোবাইলে তো হয় অডিও । আর যদি আপনি ভিডিও ব্যাকগ্রাউন্ডে প্লে করতে চান তাহলে ওখানে একটি অপশন দেখবেন হেডফোন এর মতো সাবটাইটেল যেখানে দেখেছি ওখানকার প্রথমে স্কিনশট টা দেখুন । তাহলে এখানে একটি হেডফোনের মত অপশন দিতে পারবেন । হেডফোনের মত অপশনটিতে ক্লিক করুন । ক্লিক করার পর এখন আপনি মোবাইলের পাওয়ার বাটন অফ করলে বা ম্যাক্স প্লেয়ার থেকে বের হয়ে গেলেও কোন সমস্যা নেই ব্যাকগ্রাউন্ড প্লে হবে ।

Leave a Reply