হাই বন্ধুরা কেমন আছো তোমরা এই পোষ্টটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে।

কারণ এই পোস্টে আমি তোমাদের সাথে মিউজিক তৈরিকারী কিছু এ.আই টুল শেয়ার করতে যাচ্ছি।

এই টুলগুলো ব্যবহার করে আপনি যেকোনো ধরনের ইন্টারেস্টিং মিউজিক বানাতে পারবেন।

এবং এই মিউজিকগুলো খুব ইজিলি ভাবে ব্যবহার করতে পারবেন আপনার বিভিন্ন প্রজেক্টে।

আপনারা সবাই জানেন যে, মিউজিক খুবই ইম্পরট্যান্ট একটি জিনিস যেকোনো প্রজেক্টকে ফুটিয়ে তোলার জন্য।

আর যারা Youtubing করেন তাদের জন্য তো এটা অনেক হেল্পফুল হতে যাচ্ছে।

তো চলুন শুরু করা যাক…

লিস্টের সবার প্রথমে যে টুলটির ব্যাপারে আমরা বলতে চাচ্ছি তার নাম হচ্ছে

১. Chrome Music Labs

Chrome Music Labs একটি ফ্রি মিউজিক মেকারে Ai এখানে আপনারা খুব সহজেই নতুন নতুন মিউজিক বানাতে পারবেন নিজের মত করে।

এবং এই AI টি সম্পূর্ণ ফ্রি Chrome Music Labs  এক্সেস করতে এখানে ক্লিক করুন

২. AIVA

এই লিস্টে দ্বিতীয় নাম্বারে রয়েছে AIVA । এবং এই টুলটি সবচেয়ে বেস্ট। AIVA ব্যবহার করে অলরেডি অনেক মুভিতে মিউজিকও দেওয়া হয়েছে। তো একবার ভাবুন এটা কতটা বেস্ট!

তবে এটি ফ্রি না। আপনাকে এটাকে কমার্শিয়াল ইউজ করতে হলে অবশ্যই প্রিমিয়াম কিনে নিতে হবে ।

তবে আপনি ফ্রিতে প্রতিমাসের তিনটি মিউজিক ডাউনলোড করতে পারবেন, শর্ত হচ্ছে আপনি এগুলোকে মনিটাইজ করতে পারবেন না, পাশাপাশি কপিরাইট AIVA বহন করবে।

AIVA এক্সেস করতে এখানে ক্লিক করুন

৩. Musenet

এটি মূলত ওপেন এআই এর একটি টুল যার মাধ্যমে আপনারা মিউজিক বানাতে পারবেন। আর ওপেন এআই কে কেউ চেনেনা এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল।

Musenet এক্সেস করতে এখানে ক্লিক করুন

৪. Magenta

Magenta গুগলের তৈরি Ai music maker tool . এবং এর সাহায্যে আপনারা খুব সহজে মিউজিক বানাতে পারবেন একদম ফ্রিতে।

Magenta এর সাইটের মধ্যে গিয়ে আপনারা যদি নিজে থেকে একটু ঘাঁটাঘাটি করেন তাহলে আপনারা সবকিছু বুঝে যাবেন তাই আমি বেশি কিছু লিখলাম না।

Magenta এক্সেস করতে এখানে ক্লিক করুন

৫. Jukebox

AIVA একটি পেইড সার্ভিস তাই এর বদলে আপনারা চাইলে Jukebox ব্যবহার করতে পারেন। অথবা অন্যান্য ফ্রি সার্ভিস গুলো আপনারা ব্যবহার করতে পারেন যেগুলো আমি এ পোষ্টের মধ্যে লিখেছি।

Jukebox এক্সেস করতে এখানে ক্লিক করুন

 

তো এই ছিল আজকের পাঁচটি Ai Music Maker Tool আশা করি আপনাদের উপকারে আসবে।

আর আজকের পোস্ট এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোন পোস্টে ততক্ষণ পর্যন্ত বাই বাই ।

7 thoughts on "পাঁচটি বেস্ট Music তৈরি কারি AI Tools যা আপনাকে জিরো স্কিলে মিউজিক তৈরি করে দেবে!"

  1. Sabbir Hasan Contributor says:
    Stop Spamming!
  2. Abrahamimteajbappy Contributor says:
    Vai iphone er tips nia post koeren please
  3. Sabbir Hasan Contributor says:
    ? Bhaia Ki Alien Naki?
  4. MD Musabbir Kabir Ovi Author says:
    বেশ কাজের তো?
  5. @SA Contributor says:
    Suno ai এর ফ্রী ক্রেডিট নেওয়া যায় কি ? এটা নিয়ে পোস্ট চাই ।

Leave a Reply