আপনার পিসি কে সম্পূর্ন voice control করুন

বিসমিল্লাহ্ হির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম।ট্রিকবিডিতে এটাই আমার প্রথম পোস্ট। তাই কিছু ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।
প্রতিটি পিসিতে windows speech recognition দেওয়া থাকে।সেটা দিয়ে ভইস Command দেওয়া যাবে।
১.প্রথমে windows আইকন এ ক্লিক করুন।

২.All programs এ ক্লিক করুন

৩.Accessories এ ক্লিক করুন।

৪.তারপর Ease of Access এ চাপুন।


৫. এখন Windows Speech Recognition নামের যে প্রোগ্রাম আছে সেটিতে ক্লিক করুন।

এখন মেইন মনিটরএ দেখুন নিচের সস এর মত একটা ছোট জিনিস দেখতে পাবেন।এটাই Speech Recognition.
তো এখন সেটা চালাবেন কিভাবে?
নিচে দেখানো যায়গায় ক্লিক করুন।

এখন স্পিচ রিকগনিশন চালু হয়ে গেল।এখন বিভিন্ন কমান্ড স্পিচ বলে আপনি আপনার পিসি বা ল্যাপটপ চালাতে পারবেন।
কিন্তু স্পিচ কমান্ড এর বিষয়টা লিখে আপনাদের ট্রেনিং দেওয়া সম্ভব না।Speech Recognition বক্স এর ওপর কারসার রেখে মাউসের রাইট বাটন এ ক্লিক করুন।অনেক অপশন দেখতে পারবেন।নিচের ছবি লখ্য করুন।

1. নং এ ভইস কন্ট্রোল করার জন্যে আপনাকে tutorial দেওয়া হবে।এখানে কিভাবে কি করতে হবে শিখে নিতে পারবেন।
২ নং এ কিছু কমান্ড দেওয়ার জন্যে নির্দেশনা পাবেন।
নিচে কিছু কমন কমান্ড দেওয়ার জন্য স্পিচ দিলাম।
ভালো ফলাফলের জন্যে মাইক্রোফোন ব্যবহার করতে পারেন।

বি.দ্রঃ এই প্রগ্রাম সব পিসি তে নাও থাকতে পারে।না থাকলে custom ভাবে “Windows Speech Recognition” সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারেন।Windows 7 এ  ব্যবহার করএ দেখানো হয়েছে।পোস্টের মধ্যে কোন ভুল ত্রুটি হলে মার্জনীয়।
আমার নাম বাঁধন।আমি রাজশাহী থেকে।অনেকদিন থেকে Trickbd এর সাথে আছি।সাথেই থাকব।সবাই পাচ ওয়াক্ত নামাজ পরবেন।আল-বিদাহ????

2 thoughts on "আপনার Computer/PC/Laptop কে ব্যবহার করুন সম্পূর্ন voice command দিয়ে।(by Badhon)"

  1. Abdur_Rahman Contributor says:
    Jader pc te microphone ache sudhu tara r jader laptop ache tara ei ta use korte parbe… without microphone its impossible.
    But nice post
  2. Eshtiak Ahmad Badhon Author Post Creator says:
    Hmm vai.u r r8.
    By the way,thank u

Leave a Reply