আদাব / নমস্কার, সকলের সুস্থতা কামনা কর শুরু করছি।
এই পোস্টে Xiaomi Mi Wifi Signal Amplifier / Repeater 2 এর সেটাপ ও এটার বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করবো।
১. এই রিপিটারটা সেটাপ করতে গেলে প্লে স্টোর থেকে Mi Home এপ্লিকেশনটি ইন্সটল করতে হবে আর একটি Mi একাউন্ট লাগবে যা আপনি ফ্রিতেই করে নিতে পারবেন।
২. Mi home ইন্সটল করে ওপেন করে Agree তে ক্লিক করুন।
৩. আপনার রিপিটারের প্যাকেটের গায়ে যদি চায়নাতে লেখা থাকে তো এইটা চায়না ভার্শন আর ইংলিশে থাকলে গ্লোবাল। বেশির ভাগই চায়না হয়, তো আমরা চায়না ভার্শনের সেটাপ নিয়েই কাজ করবো। রিপিটারটি চার্জার বা পাওয়ার ব্যাংকে লাগিয়ে ৩০সে/১ মিনিট পরে রিসেট বাটনে পিন দিয়ে ৪/৫ সেকেন্ড ধরুন
৪. লোকেশন মেইনল্যান্ড চায়না করে দেন।
৫. তারপর আপনার Mi একাউন্ট দিয়ে লগ ইন করুন
৬. উপরের প্লাস আইকনে ক্লিক করুন।
৭. ব্লুটুথ, ওয়াই-ফাই, লোকেশন অন করার পারমিশন দিন।
৮. এখন এপ ডিভাইস স্কান করবে, কিছুক্ষণ অপেক্ষা করুন,আসলে ডিভাইসে ট্যাপ করুন। তারপরেও রিপিটার না আসলে Add manually তে ক্লিক করুন।
৯. এরপর স্ক্রল করে নিচে দেখেন Household security নামে ক্যাটাগরি আছে ওইটা সিলেক্ট করে Mi Repeater 2 সিলেক্ট করুন। এবার এপ ডিভাইস স্ক্যান করবে।
১০. স্ক্যান হয়ে যাওয়ার পর যেসব রাউটারে রেঞ্জ আছে ওইগুলার নাম শো করবে। আপনি যেটার পাসওয়ার্ড জানেন ওইটায় ট্যাপ করে পাসওয়ার্ড দিয়ে দেন। এখানে বলে রাখা ভালো যে, এই কাজটা রাউটারের ভালো রেঞ্জের মধ্যে করতে হবে কারন, রাউটার স্ক্যানের কাজটা আপনার মোবাইল করবে।
১১. পাসওয়ার্ড দেয়ার পর কিছু কাজ হবে, যেটা আপনার ফোন নিজে থেকেই করবে।
১২. কাজ হয়ে গেলে রুম সিলেক্ট করতে বলবে, যেকোনো একটা দিয়ে দিবেন। তারপর রিপিটারের নাম দিতে বলবে যেকোন একটা দিয়ে দিবেন।
১৩. চিহ্নিত জায়গায় ক্লিক করে, আপনার পছন্দ মতো রিপিটারের নেটওয়ার্কের নাম ও পাসওয়ার্ড দিন।
১৪.সবকিছু হয়ে গেলে ওয়াই-ফাই সেটিংয়ে গিয়ে আপনার নেটওয়ার্কের পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে চালান।
এবার স্পিড কেমন হয় দেখা যাক
রিপিটার
রাউটার
এবার আসি এই রিপিটারের কিছু সমস্যা ও সমাধান নিয়ে।
আগেই বলে রাখি ভালো পাওয়ার এডাপ্টারে কানেক্ট করতে হবে রিপিটারকে
প্রশ্ন ; ভাই এটাতে একসাথে কয়টা ডিভাইস কানেক্ট হতে পারে?
উঃ ১৬ টা
প্রঃ রাউটার থেকে সর্বোচ্চ কতদূর পর্যন্ত এটা বসালে কাজ করতে পারবে?
উঃ কোনো ভালো মানের মোবাইলে যেখানে রাউটারের রেঞ্জ পায় পায়, পায় না সেখানে রাখলেও এইটায় কাজ করে!
প্রঃ আমি কি এইটা পাওয়ার ব্যাংক বা মোবাইলে ওটিজি দিয়ে চালাতে পারবো?
উঃ হ্যা, ভালো আউটপুট থাকলে পারবেন।
প্রঃ আমি এপ দিয়ে এটাকে কানেক্ট করার সময় এটার নিল বাতি জ্বলে কিন্তু এপে দেখায় ফেইলড, এখন কি করব?
উঃ মি হোম এপের রিজিওন মেইনল্যান্ড চাইনা করে দেন!
প্রঃ আমি এপ দিয়ে এটাকে কানেক্ট করার সময় এটার নিল বাতি জ্বলে কিন্তু এপে দেখায় ফেইলড, এখন কি করব?
উঃ লোকেশন অফ করে ট্রাই করেন।তারপরেও কাজ না হলে মি হোম এপের ডাটা ক্লিয়ার করে, মোবাইলের লোকেশন অফ করে মোবাইল একবার রিবুট দেন আর রিপিটারটা রিসেট দেন।
প্রঃআমি এটার আলাদা করে নাম পাসওয়ার্ড পাল্টাইতে পারতেছি না।
উঃ মি হোম এপের রিজিওন চাইনা করে দেন।
আরো কোনো সমস্যা থাকলে কমেন্টে বলুন, সাহায্য করার চেস্টা করবো।
ফেসবুকে আমি →
রেসেট বাটন চাপার জন্য যে পিন ব্যবহার করেছেন, সেইটা কি রিপিটারের সাথে দিবে?