আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে ট্রিকবিডির পোস্ট ও অন্য কিছু বিষয় নিয়ে কথা বলব।

আজ থেকে প্রায় ২-৩ বছর আগে আমি সহ আরো অনেকে নিয়মিত ট্রিকবিডিতে পোস্ট করতাম। এখনো অন্য ভাইয়েরা করছে। সময়ের সাথে সাথে এখন আর পোস্ট করা হয় না কারণ আগের চিন্তাধারা ও এখনকার চিন্তাধারা সম্পন্ন ভিন্ন।


সময়ের সাথে সাথে মানুষ সহ অনেক কিছুর পরিবর্তন হয়। আজকে অনেক দিন পর ট্রিকবিডিতে এসে দেখলাম আগের পোস্টে কিছু বিষয় নিয়ে অনেকে বাজে কমেন্ট করছে। এটা অন্য Author ভাইয়ের বিভিন্ন বিষয়ের পোস্টের ক্ষেত্রে ও হতে পারে।

বিশেষ করে Root করা নিয়ে সমস্যা যদি সহজ ভাষায় বলি তাহলে আমাদের বুঝতে হবে Android version update হচ্ছে পাশাপাশি মোবাইল কোম্পানিগুলো তাদের Security বৃদ্ধি করতেছে। যেমনঃ Bootloader সহ অন্যন্য বিষয়াদি। তাই Root নিয়ে পূর্বের পোস্ট কাজ না করা অস্বাভাবিক কিছু না। বর্তমানে Root করতে অবশ্যই ৯৫ শতাংশ মোবাইলের ক্ষেত্রে Computer লাগবে। সে বিষয়ে আর নাই বলি। Google, Youtube তো আছে তাই না! আর যাদের অন্যন্য বিষয়ে সমস্যা তারা ও Google, Youtube, Trickbd latest post থেকে Problem Solve করার চেষ্টা করবেন।

সাবাই ভালো এবং সচেতন থাকবেন ধন্যবাদ।

12 thoughts on "ট্রিকবিডির পুরনো পোস্ট নিয়ে কিছু কথা।"

  1. Md Hridoy Author says:
    Vai kichui to bollen na.
    Post ta aro boro kora dorkar chilo,i think.
    1. ShaRiar IMRAN Contributor says:
      কাজের কথা একটুতেই যথেষ্ট ভাই। পোস্ট বড় করার দরকার নাই।
  2. Md Hridoy Author says:
    Really, trickbd’r recent post gulo nitan-toi hassokor.
    Better luck for you!
  3. Name not found Author says:
    Thikmoto bujhlam na
  4. কি লিখলেন কিছুই বুঝলাম না ৷ টাইটেলের সাথে মিল নেই ৷ এই পোস্ট ডিলিট করা উচিৎ ৷
    আবেগ করার জায়গা ট্রিকবিডি নয় ৷ এটা ফেসবুকে মানান সই ৷
    1. ShaRiar IMRAN Contributor says:
      না বুঝলে মিল নাই,ডিলিট করেন,হেন তেন।আপনি বুঝলেন কিছু? না বুঝেই কমেন্ট করেন কেন।
      আর উনি কোন আবেগ দেখায়নি। পোস্ট টা আরো ২ বার পড়ুন।তারপরেও না বুঝলে ইগনোর করুন।
    2. ShaRiar imran: (বিশেষ করে Root করা নিয়ে সমস্যা যদি সহজ ভাষায় বলি তাহলে আমাদের বুঝতে হবে Android version update হচ্ছে পাশাপাশি মোবাইল কোম্পানিগুলো তাদের Security বৃদ্ধি করতেছে। যেমনঃ Bootloader সহ অন্যন্য বিষয়াদি। তাই Root নিয়ে পূর্বের পোস্ট কাজ না করা অস্বাভাবিক কিছু না। বর্তমানে Root করতে অবশ্যই ৯৫ শতাংশ মোবাইলের ক্ষেত্রে Computer লাগবে। সে বিষয়ে আর নাই বলি। Google, Youtube তো আছে তাই না! আর যাদের অন্যন্য বিষয়ে সমস্যা তারা ও Google, Youtube, Trickbd latest post থেকে Problem Solve করার চেষ্টা করবেন।) এটাই মুল পোস্ট ৷ এই পোস্ট সমন্ধে নেট যারা চালায় তারা সবাই জানে ৷ আজকাল আর এপস দিয়ে রুট হয়না ৷ পিসি লাগে 100% ৷ তবে এন্ড্রয়েড ৬ এর নিচের গুলাতে এপস দিয়ে হয় ৷
      আর আবেগ বলছি যথেষ্ট কারন আছে, (আজ থেকে প্রায় ২-৩ বছর আগে আমি সহ আরো অনেকে নিয়মিত ট্রিকবিডিতে পোস্ট করতাম ।) এখানে কি বুঝায় দয়াকরে বলবেন ৷
    3. Silent Killer Author says:
      ঠিক,ভাই।আজাইরা পোষ্ট!
    4. ShaRiar IMRAN Contributor says:
      আর এসব কারনেই এখন নতুন ভিজিটররা এসে ওই পুরোনো পোস্টে উল্টা পাল্টা কমেন্ট করে।
      উদা:কাজ করেনা ইত্যাদি।
      উনি এটাই বুঝাতে চেয়েছেন।
      যেন তারা গালাগালি না করেন।
  5. Black Fire Author says:
    Ki bollen ? Kichu bhujlam nah ?
  6. Hello World Author says:
    আগে নিয়মিত রুট নিয়ে পোস্ট করতাম, তবে এখন আর মন চায় না।
  7. পোস্টের আগা-মাথা কিছুই বুঝলাম না ।

    টাইটেল কি দিলেন আর ভেতরে কি লিখলেন !

Leave a Reply