Netflix Cookies – কীভাবে Cookies ব্যাবহার করতে হয়?

 

আসসালামু আলাইকুম। 

আসা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে Netflix Cookies শেয়ার করবো। আপনারা অনেকেই cookies কীভাবে ব্যাবহার করতে হয় জানেন। আবার অনেকেই আছে জানে না।

পোস্টের নিচে Cookies এর লিংক দেওয়া থাকবে। 

পিসি দিয়ে যেভাবে Cookies ব্যাবহার করবেন।

প্রথমে যেকোনো ব্রাউজার ওপেন করে নিবো। তারপর সার্চ করবো Cookies Editor এবং প্রথমে যেই সাইট আসবে সেটা ক্লিক করে ওপেন করবো। 

অথবা (Cookies Editor)এই লিংক থেকেও ওপেন করতে পারেন। তারপর Coolies Editor এক্সটেনশনটি ইন্সটল করবো। ইন্সটল করার জন্য। Get / Add to Chrome বাটনে ক্লিক করবো।

তারপর Allow / Add Extension বাটনে ক্লিক করবো। Chrome থেকে করলে অন্য কিছু লিখা থাকতে পারে তবে সব প্রসেস একই রকম।

 

এখন আমরা Netflix.Com এ যাবো। তারপর ডান কোনার এক্সটেনশন বাটনে ক্লিক করবো।

তারপর Cookies Editor এক্সটেনশনটি সিলেক্ট করবো।

 

তারপর This Site বাটনে ক্লিক করবো।

তারপর Cookies কপি করে Import বাটনে ক্লিক করবো। 

এখানে ফাকা বক্সে  Cookies টা পেস্ট করবো তারপর Import বাটনে ক্লিক করবো।

এখন Netflix এ ঢুকে রিফ্রেশ করবো । তাহলেই দেখবেন নেটফ্লিক্সে লগিন হয়ে গেছে। এখন নেটফ্লিক্সের যেকোনো কিছু স্ট্রিম করতে পারবেন।

মোবাইল দিয়েও একই সিস্টেমে Cookies ব্যাবহার করতে পারবেন। সেক্ষেত্রে QiWi ব্রাউজার ইন্সটল করে নিবেন। তারপর ব্রাউজারের ডেস্কটপ মুড ওন করে নিবেন । তারপর সুব কিছু একই রকম।


যেকোনো সমস্যা হলে টেলিগ্রামে ম্যাসেজ করতে পারেন বা কমেন্টেও সমস্যা জানাতে পারেন। 

9 thoughts on "10 Netflix Cookies – কীভাবে Cookies ব্যাবহার করতে হয়?"

  1. Ayon Da Contributor says:
    মোবাইল দিয়ে লগইন করা যায় কিন্তু ভিডিও প্লে করা যায় না।
    1. zerox Author Post Creator says:
      মাঝে মাঝে Play হয় মাঝে মাঝে ঝামেলা করে।
  2. Rafi Contributor says:
    Kiwi Browser a working nah!?
    1. zerox Author Post Creator says:
      মাঝে মাঝে ঝামেলা করে yandex দিয়ে extension ব্যাবহার করা যায়। কিন্তু কীভাবে জানি না ?
    2. Rafi Contributor says:
      Kiwi, Misses, Yandex সব গুলোতেই এক্সটেনশন ব্যাবহার করা যায়!
      কিন্তু এগুলোতে এক্সটেনশন এ গেলে নতুন ট্যাব ওপেন হয় যার কারণে সেই সাইটে কুকিজ ব্যাবহার করা যায় না!
  3. DjSHasan Contributor says:
    Pc ar ta ki smoothly cholbe?
    1. zerox Author Post Creator says:
      Hmm
  4. markus44 Contributor says:
    vai apanr facebook id ta den
    1. zerox Author Post Creator says:
      Telegram এ ম্যাসেজ করেন। আমি Facebook তেমন চালাই না।

Leave a Reply