আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভাল আছেন, এই TRICKBD সাথে থাকলে ভালো থাকারই কথা । তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে, ইতিমধ্যে টাইটেল দেখে আপনারা তা বুঝে গেছেন ।

বর্তমানে ফেসবুকে এ ধরনের ইল্যুশন ফটো অনেক বেশি ভাইরাল। আপনিও তৈরি করে নিন এ ধরনের ইল্যুশন ফটো।

তো কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যায়।
প্রথমে আপনি যে কোন একটা ছবি সিলেক্ট করে নিন।
তারপর ছবিটি পিকআর্ট ADD করুন, ছবির ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করে স্ক্রিনশট এর মত কাজ করুন ।

PICART এ এফ এক্স অপশন থেকে এই অপশন গুলো পাবেন ।


ফটোটা এমন হয়ে গেলে সেভ করে রাখুন।
,

ফটো সেভ করার পরে আমাদের একটা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। যেখানে এ আই টুলের মাধ্যমে, ফটোর কাজটি সম্পন্ন করা হবে ।
ওয়েবসাইট লিংক
লিংক Ai website link

লিঙ্কে প্রবেশ করলে আমরা এরকম একটি পেজ পাব ।
এখানে আমাদের ছবিটি আপলোড করব।

ইল্যুশন strength আপনার ইচ্ছা মত দিবেন তবে ১ এর কাছাকাছি রাখা ভালো।

তারপর আমাদের প্রয়োজনীয় কমান্ড দিব। আপনি কি ধরনের ফটো চান সেগুলো এখানে লিখে দিবেন।
Exmple : jungle tree, blue sky, white clouds, raining,

আপনি যেমন ছবি বানাতে চান সেভাবে কমান্ড দিবেন।
এখানে আমাকে ফলো করতে হবে না আমি জাস্ট একটা উদাহরণ দিয়েছি আপনি সেরকম করে লিখবেন।

তারপর রান বাটনে ক্লিক করলে আপনার কাজ শুরু হয়ে যাবে।
তবে ওয়েবসাইট ব্যস্ত থাকার কারণে অনেক সময় error দেখাতে পারে।
error দেখালে বারবার রান করবেন, দেখবেন একটা সময় আপনার ফটোটি হয়ে যাবে , তবে পুরো প্রসেসটি হতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে আপনাকে।


বাস হয়ে গেলো ইল্যুশন ফটো তৈরি। এবার
ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরো নতুন নতুন পেতে, নিয়মিত ট্রিক বিডি ভিজিট করুন।
ধন্যবাদ সবাইকে।

9 thoughts on "ফেসবুকে ভাইরাল ইউল্যুশন ফটো তৈরি করুন খুব সহজে।"

  1. RIWAD Contributor says:
    web to load hoina
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      ক্রোম browser ব্যাবহার করেন।
  2. Azhar Mini Contributor says:
    Vai airokom trick a koto taka pelen bola jabe dekhe aktu dharona pai kerokom trick e best hobe
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      ২০-৩০-৫০ এই রকম দেয়
  3. RANehal Contributor says:
    Ki link disen saradin busy thake
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      ভাই, এই লিংক টা অনেক busy থাকে, আমি ২০ বার ট্রাই করার পরে পারছি।
  4. Abir Islam Contributor says:
    Ai link to saradin e busy…tahole kaj ta kore kokhon?

Leave a Reply