ট্রিকবিডিতে স্বাগতম জানাই আরেকটি নতুন পোস্ট এ

যারা গ্রাফিক্স এর কাজ করেন Canva তাদের কাছে অপরিচিত নয়। বিভিন্ন ডিজাইন,লোগো এর কাজে canva বেশ জনপ্রিয়। আজ নিয়ে এসেছি এটির প্রো ভার্সনের ইনভাইট।


ক্যানভা প্রো invite


এটির মেয়াদ ১৭ ফেব্রুয়ারী পর্যন্ত

লিংক এখানে

লিংক এ ক্লিক করে নিজেদের canva এর mail দিয়ে লগ‌ইন করে নিবেন।

যদি ক্যানভাতে একাউন্ট করা না থাকে তবে একাউন্ট করে নিবেন এই লিংকে। যাদের ইতোমধ্যেই একাউন্ট তৈরি করা আছে তাদের link এ গিয়ে রিকোয়েস্ট একসেপ্ট করলেই প্রো ফিচার আনলক হবে।

দেখুন আমার ক্যানভা একাউন্টে প্রিমিয়াম ফিচারগুলো আনলক করা হয়েছে।

আজ এই পর্যন্তই।

One thought on "Canva Pro ইনভাইট ফেব্রুয়ারি পর্যন্ত"

  1. MD. AL-AMIN Contributor says:
    Canva Pro Premium

    Created Date (26-01-2024)
    Owner MD. AL-AMIN

    Join Link  : https://www.canva.com/brand/join?token=dLhynZ7PlMxN_2X4LhySJA&referrer=team-invite

    Dailly Update Join : https://t.me/CanvaTeamBD

Leave a Reply