Facebook হল একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যা 2004 সালে মার্ক জুকারবার্গ প্রতিষ্ঠা করেছিলেন৷ এটি ইউজারদের একটি অ্যাকাউন্ট খুলতে, ফটো এবং ভিডিওগুলি শেয়ার করতে এবং বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ স্থাপন করতে দেয়৷ 2021 সাল পর্যন্ত 2.8 বিলিয়ন একটিভ ইউজারের সাথে Facebook বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট হয়ে উঠেছে। সব সময়ই Facebook ব্যবহারকারীর প্রাইভেসি এবং ভুল তথ্যের বিস্তার সম্পর্কিত অনেক বিতর্কের সম্মুখীন হয়েছে। ফেসবুক এই সমস্যাগুলি মোকাবেলা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
আপনারা সবাই একটা জিনিস খেয়াল করবেন যে আপনারা পিসি থেকে যখন ব্রাউজারের মাধ্যমে ফেসবুক ব্যবহার করেন তখন বিভিন্ন ডকুমেন্ট সেন্ড করা যায়। যেটা মোবাইলে মেসেঞ্জার এর মাধ্যমে ফটো এবং ভিডিও ছাড়া অন্য কোন কিছু সেন্ড করা যায় না। আজকে আমরা শিখব মোবাইল দিয়ে কিভাবে আপনি ফেসবুক অথবা মেসেঞ্জারে যে কাউকে ডকুমেন্ট অথবা পিডিএফ ফাইল সেন্ড করতে পারবেন।
প্রথমে আপনাকে যে কোন একটি ব্রাউজারে যেতে হবে এবং ফেসবুক ডট কম ওয়েবসাইটে যেতে হবে।
আপনার যদি কোন একাউন্ট থাকে তাহলে লগইন করে নিবেন অথবা অ্যাকাউন্ট খুলে নিবেন।
এখান থেকে লগইন করতে পারবেন
এবার গুগল ক্রোমের থ্রি ডট আইকনে ক্লিক করুন
এবার ডেক্সটপ সাইটের অপশনের খালি ঘরে ক্লিক করুন
এবার লিংকটিতে ক্লিক করুন
এখানে m কেটে www লিখুন এবং স্ল্যাশের পরের অংশটুকু কেটে দিন
এরকম করে লিখবেন
এবার আপনি মেসেঞ্জার অপশনে ক্লিক করুন
যে কেউ একজনের আইডি চালু করুন এবং ফটোর অপশনে ক্লিক করুন
ডকুমেন্ট অথবা পিডিএফ ফাইল সেন্ড করার জন্য ফাইল অপশনে ক্লিক করুন
এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টটি সম্পূর্ণ লোড হচ্ছে
সম্পূর্ণ লোড হয়ে গেলে সেন্ড বাটনে ক্লিক করে দিন
দেখতে পাচ্ছেন pdf ফাইলটি সেন্ড হয়ে গিয়েছে
ঠিক এভাবেই আপনারা মোবাইল দিয়ে মেসেঞ্জারে যে কাউকে পিডিএফ ফাইল অথবা যেকোনো প্রয়োজনীয় ডকুমেন্ট সেন্ড করতে পারবেন । আপনাদের যদি আরো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করতে পারেন ।
10 thoughts on "মোবাইল দিয়ে মেসেঞ্জারে ডকুমেন্ট অথবা পিডিএফ ফাইল সেন্ড করুন"