আসসালামু আলাইকুম বন্ধুরা। আসা করি সবাই ভাল আছেন।
বর্তমান বিশ্বে Snapchat এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। আমাদের মধ্যে অনেকেই আছি যারা Snapchat ব্যবহার করে থাকি এবং অনেক সময় Snapchat থেকে কোনো video, story, spotlight ডাউনলোড করতে হলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।তাই আজকের এই পোস্ট এ আমি আপনাদেরকে দেখাব কিভাবে আপনি Snapchat থেকে Story, Video, Spotlight ইত্যাদি সব থেকে সহজ উপায়ে ডাউনলোড করতে পারেন। তো আর দেরি না করে শুরু করা যাক।।
কিভাবে ডাউনলোড করবেন:
Snapchat থেকে Story, Video কিংবা Spotlight ইত্যাদি ডাউনলোড করতে নিচের স্টেপগুলো ফলো করুন:
- প্রথমে আপনি Snapchat থেকে Story, Video বা Spotlight যা-ই ডাওনলোড করতে চান, সিম্পলি সেই ভিডিওর লিংকটি কপি করুন।
- এরপর Snapchat Video Downloader ওয়েবসাইটে ভিসিট করুন এবং পেস্ট বাটন এ ক্লিক করুন। পেস্ট বাটনে ক্লিক করলে আপনার কপি করা ভিডিওর লিংকটি পেস্ট হয়ে যাবে (আপনি চাইলে ম্যানুয়ালি অর্থাৎ লং প্রেস করেও পেস্ট করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা)।
- লিংকটি পেস্ট করার পর Download বাটন এ ক্লিক করুন।
- এখন আপনার ইচ্ছা মত কোয়ালিটিতে ভিডিওটি ডাউনলোড করে নিন।
(ডাউনলোড স্টার্ট হওয়ার পূর্বে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে)
আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে পোস্টে একটা লাইক দিয়ে আরো ভালো পোস্ট লিখার উৎসাহ দিয়েন। আর কোনো সমস্যা হলে অথবা পরবর্তী পোস্ট কোন বিষয়ে পেতে চান কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।।