আসসালামু ওয়ালাইকুম ***

কেমন আছেন সবাই ??
আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন ।। ট্রিক বিডি এর সকল ভাইদেরকে সালাম জানিয়ে পোস্ট লিখতে শুরু করলাম ।। আজকে আমি প্রথমে আমার একটু কাজের পরিচিত আপনাদেরকে জানিয়ে সরাসরি কাজে চলে যাব ।

আমি বিশ্বজিৎ ।। আমি পড়াশুনার পাশাপাশি টানা দেড় বছর বাংলাদেশ কারিতাস কারিগরি মোবাইল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এ একটা কোর্স করছি ।। তাই আমি ইলেক্ট্রিক ও ইলেকট্রনিক্স বিষয়ে পুরোপুরি পাকা ।।

আর আপনাদেরকে আমি ইলেক্ট্রিক আর ইলেক্ট্রনিক্স কাজ শিখাতে চলে এলাম অনলাইন জগতে ।।

আমি যে সকল কাজ একদম হাতে কলমে শিখাবো তা একটু দেখে নিন→→


(১) হাউজ ওয়ারিং ।।
(২) ৫০০ মরিচ বাতি তৈরি করা ও জ্বালানো আপনার মোবাইল চার্জার দিয়ে ।।
(৩) কলিং বেল বানানো ।
(৪) নিজেই তৈরি করবেন মোবাইল চার্জার তাতে অনেক দ্রুত চার্জ হবে ।।
(৫) মোবাইলের ব্যাটারি দিয়ে তৈরি করবেন মোবাইল টর্জ লাইট ।।
(৬) টিভির নস্ট রিমোট ঠিক করা ।।
(৭) ৩.৭ ভোল্ট /৬ ভোল্ট ব্যাটারিরর পাওয়ার সাপ্লাই ।।
(৮) মোবাইলের নস্ট চার্জার ঠিক করা ।।
(৯) নস্ট সকল প্রকার টর্জ লাইট ঠিক করা ।। আর অবশেষে
(১০) মোবাইল সার্ভিসিং ।।


++(বোনাস হিসেবে কাজ শিখবো)→→
আপনার শরীরে বিদ্যুৎ প্রবাহিত হবে, আপনার শরীরে যে জায়গায় টেস্টার ধরবে সেই জায়গায় টেস্টার এ আলো জ্বলবে , কিন্তু আপনাকে শক করবে না ।।
এটা শিখে বন্ধুদের সাথে বাজি ধরতে ও পারবেন ।।
আশাকরি আমার সাথে থাকলে ও আমার টিউন গুলো মনোযোগ সহকারে পড়লে আপনিও আমার মত হতে পারবেন ।। শুধু একটা তফাত থাকবে আমার কারিতাসের সার্টিফিকেট আছে আর আপনার থাকবে না ।।

তো চলুন আপনাদেরকে একদম প্রথম থেকেই শিখাই ??

পর্ব →→(১) হাউজ ওয়ারিং ।।

★ বিদ্যুৎ কাকে বলে ??

উত্তর → বিদ্যুৎ এক প্রকার শক্তি , যা খালি চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় । পরিবাহির মধ্যে দিয়ে ইলেক্ট্রন প্রবাহের ফলে যে শক্তি সৃস্টি হয় তাকে বিদ্যুৎ বলে ।।

★ বিদ্যুৎ দুই প্রকার→→
(১) AC বিদ্যুৎ
(২) DC বিদ্যুৎ/কারেন্ট

★ AC বিদ্যুৎ কাকে বলে ??
উত্তর → AC বিদ্যুৎ হল অল্টারনেটিং কারেন্ট ।।
যে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় নির্দ্দিষ্ট
নিয়ম মত সময়ের সাথে সাথে মান ও দিক পরিবর্তন
করে তাকে AC কারেন্ট বলে ।।
[বি:দ্র: ইহা প্রতি সেকেন্ডে ৫০ বার দিক পরিবর্তন করে ।। বা {50 HZ}
ইহার প্রতিক = ~

★ DC কারেন্ট কাকে বলে ??
উত্তর → যে কারেন্ট সর্বদা একটি দিকে প্রবাহিত হয়, কোন রকম দিক পরিবর্তন করে না তাকে DC কারেন্ট /ডাইরেক্ট কারেন্ট বলে ।।


[বি:দ্র: এই কারেন্ট সর্বদা সরলরেখারর মত চলে এবং পজেটিভ ও নেগেটিভ দিক নির্দ্দিষ্ট থাকে ।। এর প্রতিক = ________

ইলেক্ট্রিক্যাল কাজে ব্যবহৃত জিনিস পএ গুলোর নাম নিচে দেওয়া হল→
(১)ফ্লাট স্কু ড্রাইভার
(২) স্টার স্কু ড্রাইভার
(৩) কম্বিনেশন প্লায়ার্স
(৪) রাউন্ড নোজ প্লায়ার্স
(৫) ফ্লাট নোজ প্লায়ার্স
(৬) কাটিং প্লায়ার্স
(৭) নিয়ন টেস্টার
(৮) বলপিন হ্যামার
(৯) টুয়েজার
(১০) স্লাইড রেঞ্জ
(১১) হ্যান্ডড্রিল মেশিন
(১২) হ্যাকস ব্লেড
(১৩) ঊডেন স / করাত





হাউস ওয়ারিং কাকে বলে ??
উত্তর → সুন্দর ও নিয়ন্ত্রিত ভাবে ব্যবস্থায় বিদ্যুৎ শক্তিকে বন্টন ও ব্যবহারের পদ্ধতিকে হাউজ ওয়ারিং বা বৈদ্যুতিকরন বলে ।


হাউজ ওয়ারিং কত প্রকার ও কি কি ??

উত্তর → হাউজ ওয়ারিং দুই প্রকার ।।

(১) সারফেস হাউজ ওয়ারিং {বাহ্যিক}
(২) কনসিল্ড হাউজ ওয়ারিং {লুকায়িত}

আরথিংক কাকে বলে ?? ইহা কেন করা হয় ??
উত্তর → ইলেক্ট্রিক ও ইলেকট্রনিক্স দ্রবের বডির সাথে পরিবাহি দ্বারা মাটির নিচে কোন ধাতুর সাথে সংযোগ করার পদ্ধতিকে আরথিংক বলে ।

[বি:দ্র: → বৈদ্যুতিক দূর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আরথিংক ব্যবহার করা হয় ।।।

আমি অনেক কস্ট করে হাতে টাইপ করেছি যদি কারো কাজ শেখার ইচ্ছা থাকে তাহলে প্লিজ নিচে কমেন্ট করবে ।। কপি করলে ক্রেডিট দিবে ।।

২য় পর্বে আমি শিখাবো হাউজ ওয়ারিং করতে কি কি লাগে ও বিভিন্ন প্রকার তারের নাম ও বিভিন্ন প্রকার তারের জোড়ার নাম ও ব্যবহার চিএ সহ ।।

সকল পর্ব গুলো যদি মনোযোগ সহকারে দেখ তাহলে আপনি নিজেই নিজের ঘরে হাউজ ওয়ারিং করতে পারবেন ।। অন্য মানুষের বাসায় কাজ করে প্রতি মাসে ৩০০০-৪০০০টাকা ইনকাম করতে পারবেন ।।

২য় পর্ব (15/12/15) তারিখ রাত ১০ টায় দিব→→

এই রকম আরো টিউটোরিয়াল পেতে ও ২য় পর্ব পেতে ভিজিট করুন→→
MixTune24.Com

17 thoughts on "[বৈদুত্যিক কাজ] আপনি বাসায় বসেই ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স কাজ শিখুন, ফুল টিউটোরিয়াল, হাউজ ওয়ারিং পর্ব -১"

  1. imu Contributor says:
    aro porbo chai. Rannar pashapashi ektu etaw shikhbo ki bolen??
  2. asifulmamun Author says:
    techtunes থেকে ভালই কপি মারতে পারেন দেখছি………
    1. Avijit Contributor Post Creator says:
      যারা আমাকে বললেন আমি কপি করছি, তাদের কান টা ধরে আমার বাসায় নিয়ে আসতে চাই, কারন তাদেরকে একবার হলে ও দেখাতাম আমার কারিতাসের সারর্টিফিকেট টা দেখাতাম ।। আর টেক টিউনের যে পোস্ট লিখে তার চেয়ে একটু হলেও বেশি পারব ।।

      আর যারা এই কাজ শিখতে চাও তাদেরকে আমি আমার শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও কাজটা শিখাতে চেস্টা করব ।।

  3. নাসির Contributor says:
    tnx. hopefully you post your next part.
  4. Shakil53 Contributor says:
    দেন ভাই
  5. md nasim uddin Author says:
    ভাই আপনাকে আনেক লাইক দিলাম

    ২য় পর্ব দেন

  6. sahil Contributor says:
    ashay roilam.khub valo laglo
  7. Avijit Contributor Post Creator says:
    যারা আমাকে বললেন আমি কপি করছি, তাদের কান টা ধরে আমার বাসায় নিয়ে আসতে চাই, কারন তাদেরকে একবার হলে ও দেখাতাম আমার কারিতাসের সারর্টিফিকেট টা দেখাতাম ।। আর টেক টিউনের যে পোস্ট লিখে তার চেয়ে একটু হলেও বেশি পারব ।।

    আর যারা এই কাজ শিখতে চাও তাদেরকে আমি আমার শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও কাজটা শিখাতে চেস্টা করব ।।

  8. Avijit Contributor Post Creator says:
    আমি ২য় পর্ব কালকে সারা দিন লিখে বিকেলে টিউন করব ।। আশা করি ট্রিক বিডি এর সাথেই থাকবেন ।।
  9. Sojibmiah Contributor says:
    Thank you so much
  10. Md Sajjad Hossain Contributor says:
    thanko you so much
  11. Avijit Contributor Post Creator says:
    welcome bro @all
  12. kabir Contributor says:
    ভালো লাগলো।অসাধারন
  13. Avijit Contributor Post Creator says:
    ok
  14. asifulmamun Author says:
    sorry, ভাই আমি আপনার সার্টিফিকেট না দেখেই কমেন্ট করেছিলাম।

Leave a Reply