আসসালামু ওয়ালাইকুম ***

কেমন আছেন সবাই ?? আমি কয়েক দিন ধরে অসুস্থতায় ছিলাম তাই এই ৩য় পর্ব নিয়ে আসতে আমার কয়েক দিন দেরি হল ।। এই সব কথা বাদ দিয়ে চলুন টিউনে চলে যাই →→→


২য় পর্বে আমরা শিখিয়েছিলাম কয়েকটি তারের নাম ।। আজকে আমি ওই তার গুলোর নাম ও ছবি সহ আপনাদেরকে দেখাবো ।। নিচের ছবি গুলো দেখুন ।।




আমি এইবার কয়েকটি ছবি নিচে দিব, এই ছবি গুলো আপনাদেরকে পরবর্তী পর্বে আপনাদেরকে সাহায্য করবে ।।



আশাকরি ছবি গুলোতেই আপনি ইলেক্ট্রিক দ্রব্য গুলোর নাম ও সাংকেতিক চিন্হ পাবেন ।।

এই বার আমরা ব্যবহারিক কাজে চলে যাব →→→

সাধারণ টিপস→→→

(১) মেইন সুইচ থেকে যে লাল তার টা আসে /অথবা টেস্টার ধরলে যে তারে আলো জ্বলে তাকে ফেজ বলে ।।

(২) মেইন সুইচ থেকে যে কালো তার আসে /মানে আরথিং থেকে যে তার আসে, টেস্টার ধরলে যে তারে আলো জ্বলে না তাকে নিউটল বলে ।।


এই বার আমরা প্রথম থেকেই শিখব, একটি সুইচ দ্বারা একটি বাল্ব নিয়ন্ত্রণ করার টিউটোরিয়াল →→

নিচের ছবি ফলো কর ।।

মেইন সুইচ থেকে অথবা যে কোন একটি র্বোড এর উসকে থেকে ফেজ আর নিউটল তার নিয়ে আসি, মানে লাল ও কালো তার আনি ।। তারপর হোল্ডার /বাল্ব এর গোরায় এক জায়গায় নিউটল লাইন দিব ।। আর ফেজ লাইন একদম সুইচ এর নিচে লাইন দিব, সুইচ চাপ দিলে কারেক্ট উপরে যাবে তার পর ফেজ তার নিয়ে বাল্ব এর আরেক সংযোগে কানেকশন দিব ।। তাহলে হয়ে গেল একটি বাল্ব একটি সুইচ দ্বারা নিয়ন্ত্রণ ।।

এর পরের পর্বে শিখাবো আরো অনেক কিছু ।। এর পরের পর্বে সুইচ,সকেট, ইন্ডিকেটর,ফিউজ এর ব্যবহার ।। আশাকরি আমাদের সাথেই থাকবেন ।। কোন কিছু না বুঝলে কমেন্ট করবেন ।।

আরো টিপস ও আরো কাজ শিখতে হলে ভিজিট করুন →→→

MixTune24.Com

2 thoughts on "[বৈদুত্যিক কাজ] আপনি বাসায় বসেই ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স কাজ শিখুন, ফুল টিউটোরিয়াল, হাউজ ওয়ারিং পর্ব -৩"

  1. Avijit Contributor Post Creator says:
    না বুঝলে কমেন্ট করবেন ।।

Leave a Reply