প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ২/৩ পর্যন্ত যেগে থাকি কারন অনলাইনে কাজ করব এইটা ভেবে।

কিন্তু কাজ কি এত সোজা?

উঃ না আসলেই যদি সোজা হইত তাহলে সবায় বিল-গেটস হইত।

তাহলে বিভিন্ন গ্রুপ-সাইট কিংবা ব্লগে যে দেখায় মাত্র দিনে ২থেকে ৩ ঘন্টায়

ঘড়ে বসেই ৫-১০ ডলার ইনকাম করুন খুব সহজি?

উঃ যারা আমার মত বলদ তারা আমি মনে করি এই কথা বিশ্বাশ কইরা দরা খায়।

কারন ধরেন আপনি রাত ৯টা থেকে ১টা পর্যন্ত ৪ ঘন্টা কাজ করলেন তাহলে যদি ৩ডলার কইরা পান মাসে আসে ৯০ ডলার।

তাহলে বাংলার টাকা মনে করি ৭৫০০টাকা!!! বাহহ!! সুনে মজা লাগলেও

যারা টিউশিনি করে তারা টিউশিনি বাদ দিয়ে এইখানে সময় দিলে তারা যদি বিকাল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত, মানে ১০ ঘন্টা কাজ করে তাহলে ত তাদের কত টাকা ইনকাম হবে তা একটু আপনারাই ভাবুন। কারন আমার মাথায় তা কুলাইয়া উঠে না।

হ্যা ভাই আমি একজন নতুন মানে অনলাইন জগতে পা রাখলাম। তাহলে মি কে এটা আপনাদে যানাই।

আমি মোঃ হাসান আল মামুন।

ঢাকার তেজগাঁও মহিলা কলেজের বিপরিত একটা পলিট্যাকনিক্যাল কলেজে

সিভিল বিষয় নিয়া লেখা পড়া করছি।

আমি শ্বপ্ন দেখতাম অনলাইনে আয় করে মুডে চলতে পারমু।

তাই দিলা ফেইসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট।

কইলাম যে আমি নতুন কিভাবে অনলাইনে আয় করা যায় এইটা নিয়া আলোচনা করতে।

অনেকে সাহায্যের নামে বাঁশ নিয়া আসল।

সারা দিন রাত Youtube এ বিভিন্ন টিউটরিয়া দেইক্ষা অন্যের পোস্ট কপি কইরা

নিজের ব্লগ নামের একটা বাঁশ বাগানে আস্তা বাঁশ বসানো শুরু করলাম।

তার পর উক্ত বাশের ডাল পালা ট্রিকবিডিতে আগে দেওয়া শুরু করলাম (অন্যের পোস্ট নিজের ব্লগে সেয়ার করে তা অন্য সাইটে লিংক সহ সেয়ার করা)

তার পর টেকটিউন্সে ও দিলাম।

পরি নামকি?

যারা কষ্ট করে জন্ম দিসে তাদের গালি খাওয়াইলাম।

এইখানেই শেষ না ঐযে কইছিলাম টিউটরিয়াল নাম বাশের কথা, মনে আছে ত??

কেন বললাম আসেন। যারা ঐ লিংক গুলা দিসিল তাদের আমি সম্মান করি।

কারন ঐ লিংক গুলার জন্যই আমি ব্লগ,ইউটিউব, অনেক কিছু শিখেছি।

কিন্তু যারা পলিট্যাকনিকে পরে তারা হয়ত যানেন যে গত কয়রক দিন আগে পলিট্যাকনিক্যাল পরিক্ষা গেসে আমিও পরিক্ষা দিসি কিন্তু কি দিসি??

কিছুই না কারন আমার পুরা সেমিস্টারইত গেসে কিভাবে ২/৩ ঘন্টায় ইনকাম নিয়া।

এই ধান্ধায় পইরা আমার লাইফ পুরাই শেষ।

আচ্ছা তাহলে তারা এই লিংক গুলা সেয়ার করে কেন??

উঃ হ্যা কারন আপনি যখন ঐ লিংক গুলাতে গিয়ে রেজিঃ করবেন তখন আপনি ওনার রেফারে কাজ করবেন। দরু্ন আপনার মত প্রায় ২০থেকে ২৫ জন ওনার রেফারে কাজ করছে তাহলে আপনারা যারা কাজ করছেন ঐ টাকা কিছু % ঐ ভদ্রলোক পায়।এটাই কারন হলে চলত কিন্তু কিছু কিছু যায়গায় এমিন কিছু কথা আছে যে গুলা আপনাকে বাধ্য করাতেই হবে যে আপনি ২ থেকে ৩ঘন্টা কাজ করতে হবে নাইলে আপনাকে ওনি এমন ভাবে বুঝায় যে আপনি ঐ কাজের যোগ্য নয়।

ত এই হল আমার লাইফের অনলাইন নিয়া অভিজ্ঞতা।

তাই এখন বিভিন্ন সাইটে পোস্ট সেয়ার করে নিজের ব্লগের লিংক সেয়ার করি

কিন্তু আজ পর্যন্ত ১টাকাও হাতে পাইনাই।

ত ভাই যারা আছেন অনেকের এমন কিছু লোক দরকার হয় যে ওনার সাইটেড় জন্য কাজ করবে। তাহলে আমাকে নিতে পারেন।

আমি ভাই রাত ২/৩টা পর্যন জেকে থাকি ।

যদি কার ভাল লাগে আমাকে আপনার সাইটের জন্য নিতে পারে (টাকার বিনিময়ে)

আমার ফেইসবুক fb/emptinesshasan

Skype: cloudofhasan

Phone no: 01866052023

আরো অনেক অভিজ্ঞতা নিয়ে আপনাদের মাঝে হাঝির হব ২য় পর্বে

 

3 thoughts on "আবেগি পোস্ট – ১ম পর্ব"

Leave a Reply