ছবিতে অক্ষয় কুমার কে এক জন ধনি বেবসায়ির চরিত্রে দেখা যাবে। যেখানে তিনি কুয়েতের ধনিদের কাতারে এক জন। তিনি ইন্ডিয়ার মানুষ হয়েও নিজেকে শুরুতে কুয়েতের মানুষ ভাবতে পছন্দ করতেন। ঘটনার সময়কাল ১৯৯০ এর ২য় আগস্ট। তৎকালীন সময় ইরাক এবং কুয়েতের যুদ্ধ লেগে যায়। ফলে কুয়েতে অবস্থান করা এক লাখ সত্তর হাজার ভারতীরা বিপদের পরে যায়। তখন কুয়েতে ভারতী বংশদুত রাঞ্জিত কাটাইয়াল (অক্ষয় কুমার) অতিমানবীও ভুমিকাতে অবতীর্ণ হন। তিনি তখন বিপদে পড়া ভারতিও দের রক্ষা করে ইন্ডিয়াতে ফিরিয়ে নিয়ে আসেন। ছবিতে অক্ষয় কুমারের বিপরিতে তার স্ত্রির ভুমিকাতে অভিনয় করেন নিমরাত কাউর। ছবিতে রোমান্টিক দৃশ্য থাকছে না। সবাই মিলে এক সাথে দেখার মত একটা পরিচ্ছন মুভি রাজা কৃষ্ণ মেনন উপহার দিতে যাচ্ছেন বলে আশা করা যায়। উলেক্ষ যে রাজা কৃষ্ণ মেননের পূর্বের ছবি বেবি ও একই ধাঁচের তৈরি। এবং বেশ বেবশা সফল ছবি।
One thought on "দেখেনিন মুক্তি প্রাপ্ত মুভি Airlift (2016) | HD 720p"