আমাদের এই সুন্দর পৃথিবী কীভাবে
তৈরি? বিজ্ঞানীরা বলছেন, দুই
পৃথিবী মিলে তৈরি আমাদের এই
পৃথিবী। যুক্তরাষ্ট্রের
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের
গবেষকেরা দাবি করেছেন, নবীন
পৃথিবী আর উন্নয়নশীল আরেক গ্রহ
থিয়ার মধ্যে প্রচণ্ড ও মুখোমুখি সংঘর্ষে
আমাদের এই আজকের পৃথিবীর জন্ম
হয়েছিল। একই কারণে সৃষ্টি হয় পৃথিবীর
উপগ্রহ চাঁদ। ‘সায়েন্স’ সাময়িকীতে
প্রকাশিত গবেষণা-বিষয়ক নিবন্ধে এ
তথ্য প্রকাশিত হয়।
গবেষকদের দাবি, থিয়া নামের ওই
গ্রহের ভ্রূণের আকার ছিল প্রায় পৃথিবী

বা মঙ্গল গ্রহের সমান; যা ৪৫০ কোটি
বছর আগে এই সংঘর্ষের ফলে দুটি গ্রহ
পরস্পর গলে-মিশে গিয়েছিল। এই
সংঘর্ষ-ঘটনার ১০ কোটি বছর পর আজকের
পৃথিবীর রূপ লাভ করতে থাকে।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের
গবেষকেরা অ্যাপোলো ১২, ১৫ ও ১৭
মিশন থেকে আনা চাঁদের পাথর ও
পৃথিবী পৃষ্ঠে হাওয়াই ও
অ্যারিজোনার আগ্নেয় শিলা নিয়ে
পরীক্ষা চালান।
গবেষকদের দাবি, চাঁদের পাথর ও
পৃথিবীর পাথরের মধ্যে অক্সিজেন
আইসোটোপ প্রায় একই রকম।
গবেষণা নিবন্ধে গবেষক এডওয়ার্ড
ইয়াং বলেন, ‘থিয়া পৃথিবী ও চাঁদের
সঙ্গে মিশে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে
পড়েছে। এ কারণে চাঁদ ও পৃথিবীর
মধ্যে থিয়ার বিশেষ কোনো বৈশিষ্ট্য
চোখে পড়ে না। যদি নবীন ওই গ্রহটি
পৃথিবীর সঙ্গে সংঘর্ষে না জড়াত,
তবে হয়তো আরেকটি গ্রহ তৈরি হতো।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.
.

Leave a Reply