খরচ বাঁচাতে এবং স্মার্টফোনের
ব্যবসা টিকিয়ে রাখতে মরিয়া
চেষ্টা চালিয়ে যাচ্ছে কানাডার
মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান
ব্ল্যাকবেরি। সম্প্রতি অন্টারিওতে
প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ও
ফ্লোরিডার কার্যালয় থেকে বেশ
কিছু কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া
হয়েছে।

ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী
কর্মকর্তা জন এস চেন বলেন, সফটওয়্যার
বিক্রেতা প্রতিষ্ঠানে রূপান্তরিত
হলেও এখনই পুরোপুরি ফোন ব্যবসা বন্ধ
করছে না ব্ল্যাকবেরি। তবে যদি
ফোনের ব্যবসা লাভ করা যায় তবেই
ব্ল্যাকবেরিকে টিকিয়ে রাখা
যাবে।

ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ জানিয়েছে,
তারা ১০০ জনের মতো কর্মীকে ছাঁটাই

করছে। ব্ল্যাকবেরির বিবৃতিতে বলা
হয়েছে, প্রতিষ্ঠানটি যাতে ঘুরে
দাঁড়াতে পারে, সেই পরিকল্পনা
থেকে আমরা দক্ষ কর্মীদের ধরে রাখার
দিকটিকে গুরুত্ব দিচ্ছি। ব্ল্যাকবেরির
প্রবৃদ্ধি বাড়ানোর ও লাভ ধরে রাখার
চেষ্টা করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

ঘুরে দাঁড়ানোর পরিকল্পনার অংশ
হিসেবে গত বছর নিজেদের
ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেম
বাদ দিয়ে গুগলের অ্যান্ড্রয়েড
অপারেটিং সিস্টেমনির্ভর ফোন
বাজারে ছাড়ে ব্ল্যাকবেরি।

গত মাসে এক ব্লগ পোস্টে চেন লেখেন,
ব্ল্যাকবেরি ১০ সফটওয়্যারটিকে অবশ্য
তাঁরা ছেড়ে দিচ্ছেন না।
ব্ল্যাকবেরির পুরোনো টিম এটিকে
ব্ল্যাকবেরির ভবিষ্যৎ সফটওয়্যার
হিসেবে তৈরি করেছিলেন। কিন্তু
এটি জনপ্রিয় হয়নি।
চেন লিখেছেন, আমরা প্রস্তুতি শেষ
করে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা
সম্পর্কে বিস্তারিত জানাব।

বাজার বিশ্লেষকেরা বলছেন,
অ্যান্ড্রয়েডে যাওয়ার ফলে
ব্ল্যাকবেরির নিজস্বতা হারাতে।
কিন্তু এতে ব্ল্যাকবেরি ১০ এ
অ্যাপসের সংকট দূর হবে। এ ছাড়া
গুগলের অপারেটিং সিস্টেমের ফোন
তৈরি করলে আরও কর্মী ছাঁটাই করে
খরচ কমাতে পারবেন চেন।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.

One thought on "ফোন ব্যবসা টিকিয়ে রাখার চেষ্টায় ব্ল্যাকবেরি"

Leave a Reply