স্ক্রিনের আলো কমিয়েছেন, সব অ্যাপ,
অব্যবহƒত অ্যান্টেনা বন্ধ করে দিয়েছেন, কিন্তু
তবুও আপনার ল্যাপটপের ব্যাটারি চার্জ ধরে
রাখতে পারছেন না। তাহলে সম্ভবত ব্যাটারিটা
পরিবর্তন করার সময় হয়েছে।
উইন্ডোজে যেভাবে ব্যাটারি রিপোর্ট পাবেন:
>> ল্যাপটপের স্ক্রিনের নিচের বাম দিকে ডান
মাউস ক্লিক করে ‘কমান্ড প্রম্পট’ সিলেক্ট
করতে হবে।
>> কমান্ড প্রম্পটে গিয়ে powercfg/
batteryreport টাইপ করে এন্টার বাটন চাপ দিতে
হচ্ছে বলে আপনাকে মেসেজের মাধ্যমে
জানানো হবে।
>> ইউজার ফোল্ডারে গিয়ে ব্যাটারি রিপোর্টে
ডাবল ক্লিক করে এটি খুলে পড়তে পারবেন।
ডিজাইনের ধারণ ক্ষমতা হলো চার্জ শূন্য অবস্থায়
এটি কতটুকু শক্তি সঞ্চয় করতে পারে।
আর ফুল চার্জ ধারণ ক্ষমতা হলো ব্যাটারিটি এখন
কতটুকু শক্তি ধারণ করতে পারে।
উদাহরণস্বরূপ কারো ল্যাপটপের ডিজাইন ধারণ
ক্ষমতা হলো ৪৬,০৩০ ওয়াট কিন্তু ওই ব্যাটারিটির
এখন ফুল চার্জ ধারণ ক্ষমতা ৩৯,০৩০ ওয়াট।
উপরিউক্ত ব্যাটারিটি এখনো পর্যন্ত ভালো সার্ভিস
দিতে সক্ষম।
কিন্তু যতই আপনার ল্যাপটপের ব্যাটারির ফুল চার্জ
থাকবে, ততই এটি অবনতির দিকে যাবে এবং ব্যাটারি
প্রতিস্থাপন করার সম্ভাবনা বাড়তে থাকবে।থাকবে।