এশিয়া কাপের পরবর্তী ম্যাচগুলোতে
আগে ব্যাটিং করলে ১৭০-১৯০ রানের লক্ষ্য
নিয়ে মাঠে নামবে বলে জানিয়েছেন
দলের টি-টোয়েন্টি ‘স্পেশালিস্ট’ সাব্বির
রহমান।
ভারতের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে দলের
ব্যর্থতার দিনে ৪৪ রান করেন সাব্বির।
দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের
বিপক্ষে জয়ের দিনে মাত্র ৬ রানে থামে
সাব্বিরের ইনিংস। তবে ঘুরে দাঁড়াতে দৃঢ়
প্রতিজ্ঞ মারকুটে এ ব্যাটসম্যান।
শনিবার দলের ঐচ্ছিক অনুশীলনে যোগ
দেওয়ার পর সাব্বির রহমান বলেন,‘টি-
টোয়েন্টিতে ব্যাটসম্যান-বোলার দুজনকেই
শতভাগ দিতে হবে। যেহেতু বোলিং বিভাগ

ভালো করছে আমরাও চেষ্টা করছি
নিজেদের সেরাটা দিতে।
আমরা কিভাবে স্বরূপে ফিরে আসতে
পারি সেটা নিয়ে চিন্তা করছি। আগে
ব্যাটিং করলে আমরা ১৭০-১৯০ করার
পরিকল্পনা করছি। তাহলে বোলাররা
নির্ভার হয়ে বোলিং করতে পারবে।
ব্যাটসম্যানদের এদিকে ফোকাস থাকবে।’
ব্যাটিং ভালো না করার কারণ প্রসঙ্গে
সাব্বির রহমান বলেন,‘কেউ হয়তোবা ক্লিক
করতে পারছে না, কেউবা ক্লিক করছে।’
প্রথম ম্যাচে আশার প্রদ্বীপ জ্বালিয়েও
জয় পায়নি বাংলাদেশ। তবে সংযুক্ত আরব
আমিরাতের বিপক্ষে জয় পেয়ে
আত্মবিশ্বাস ফিরে পেয়েছে লাল-সবুজ
জার্সীধারীরা। দলটির হার্ডহিটার সে
কথাই জানালেন,‘প্রথম ম্যাচ হারের পর
আমাদের আত্মবিশ্বাস অনেকটা কমে
গিয়েছিল।
আমিরাতের সঙ্গে আমরা আত্মবিশ্বাস
ফিরে পেয়েছি। হয়তো দলটি ছোট। কিন্তু
টি-টোয়েন্টিতে ছোট-বড় দল বলতে কিছু
নেই। সবই ১৯-২০। আমরা ওদের বিপক্ষে খুব
ভালোভাবে জিতেছি বলে আত্মবিশ্বাস
আরও বেড়ে গেছে। দল জেতাটা সবচেয়ে
বড় বিষয়। এটাই মনে করি।’

Leave a Reply