আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভাল আছেন, এই TRICKBD সাথে থাকলে ভালো থাকারই কথা । তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে, ইতিমধ্যে টাইটেল দেখে আপনারা তা বুঝে গেছেন ।

তো প্রথমে আপনাদের একটি ওয়েবসাইট এ যেতে হবে। এই লিংক এ ক্লিক করে আপনারা ওয়েবসাইট এ চলে যান।

ওয়েবসাইট এ গিয়ে আমার দেখানো জায়গায় ক্লিক করুন।

এরপর দেখবেন আপনাকে রেজিস্ট্রেশন পেজ এ নিয়ে যাবে। এরপর আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।

সব তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করা শেষ হয়ে গেলে আপনার মোবাইল নম্বর ভেরিফাই করতে হবে। সেক্ষেত্রে আপনার মোবাইল এ যাওয়া কোড দিয়ে একাউন্ট টি ভেরিফাই করে নিন।

সবশেষে দেখবেন আপনি ড্যাশবোর্ড এ চলে এসেছেন এবার ড্যাশবোর্ড থেকে ফ্রি তে মেসেজে পাঠানোর পালা।

মেসেজে পাঠানোর জন্য ড্যাশবোর্ড থেকে ডান পাশের আমার দেখানো অপসন এ ক্লিক করুন।

এরপর কুইক মেসেজে এ ক্লিক করে আমার দেখানো মতো নম্বর এবং মেসেজে এ আপনি যা পাঠাবেন তা লিখুন এবং প্রিভিউ এবং কন্ফার্ম বাটন এ ক্লিক করুন।

এবার সেন্ড এ ক্লিক করুন।

এবার আপনার মোবাইল নম্বর এ দেখুন মেসেজে চলে গেসে।

এই সাইট এ একটি একাউন্ট দিয়ে আপনি প্রায় ১২ টি মেসেজে সেন্ড করতে পারবেন। টেম্পোরারি নম্বর বেবহার করে আনলিমিটেড করতে পারবেন।

এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরো নতুন নতুন পেতে, নিয়মিত ট্রিক বিডি ভিজিট করুন।
ধন্যবাদ সবাইকে।

10 thoughts on "যেভাবে ফ্রি তে যেকোনো নম্বর এ মেসেজে পাঠাবেন বিশ্বব্যাপী !"

  1. Shamim Contributor says:
    আনলিমিটেড টেম্পোরারি নাম্বার কোথায় পাব সেটা নিয়ে একটা পোস্ট করিয়েন ভাইয়া ?
    1. jabiradnan100 Author Post Creator says:
      https://temp-number.com/ Brother You Can Find Here Unliited Temporary Number ! Thanks
  2. JM Sujon Contributor says:
    কিভাবে এত রাতে টেম্পোরারি নাম্বার নিয়ে কাউন্ট করব সে বিষয়ে একটা পোস্ট করবেন
  3. Uzzal Mahamud Pro Author says:
    business email address ছাড়া একাউন্ট খুলা যাবে না
    1. jabiradnan100 Author Post Creator says:
      Na vai ! apni jekono email diye acount create korte parben ! temp mail o chaile use korte paren
  4. JM Sujon Contributor says:
    It wae awesome ?
    1. jabiradnan100 Author Post Creator says:
      Thanks Brother ! Keep Supporting
  5. Somrat Ahmed Contributor says:
    eta to nijer number thekei sms show korbe, Randomly/iccha moto nam dea pathanor trick lagbe
  6. Ranar Mehedi Contributor says:
    Business Email ছাড়া একাউন্ট করা যাচ্ছেনা। এইটার একটা সমাধান দিন।
    1. jabiradnan100 Author Post Creator says:
      use temporary email brother

Leave a Reply