পাবলিক বাসের সাথে সংঘর্ষে গুগলের চালকবিহীন গাড়ি। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালে স্ট্রিটে পরীক্ষামূলকভাবে চালকবিহীন গাড়ি চালানোর সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে ধাক্কা খায় গুগলের চালকবিহীন গাড়ি।

ফেব্রুয়ারীর ১৪ তারিখে গুগলের হেডকোয়ার্টারের পাশে সংঘঠিত এ দূর্ঘটনার দায় স্বীকার করেছে গুগল। চালকবিহীন গাড়িটি সেন্সর এবং ক্যামেরার অকার‌্যকারিতায় রাস্তার থাকা একটি বাসের সাথে ধাক্কা খায়। তবে দূর্ঘটনায় কেউই আহত হয়নি বলে সোমবার ক্যালিফোর্নিয়া মোটরগাড়ি ডিপার্টমেন্টে প্রদানকৃত এক প্রতিবেদনে জানায় গুগল।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply