ক্রিকেটের তীর্থভূমি ইংল্যান্ডের জনপ্রিয় ক্রিকেট লিগ কাউন্টি ক্রিকেট। এবারের ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্ট ও রয়েল লন্ডন কাপে সাসেক্সের হয়ে কাউন্টি মাতাবেন বাংলাদেশের তরুণ পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। কাউন্টি ক্রিকেটে তৃতীয় বাংলাদেশী হিসেবে দলে ডাক পেলেন মুস্তাফিজুর রহমান। সাসেক্সে প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে খেলবেন মুস্তাফিজ।
গত বছর অভিষেকের পর বাংলাদেশকে একের পর এক সাফল্য দিয়ে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকে পাঁচ উইকেটে নিয়ে ইতিহাসের দশম বোলার হিসেবে ওয়ানডে অভিষেকে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন।
ওয়ানডের মত টেস্টেও অভিষেক ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন মুস্তাফিজ। বাংলাদেশের হয়ে ১০ টি২০ খেলে ১৩ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর। এবারের আইপিএলেও অংশ নিচ্ছেন মুস্তাফিজুর। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন তিনি।
নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এক প্রেস রিলিজে সাসেক্স ক্রিকেট জানায়, “আসন্ন ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্ট ২০১৬ আসরের জন্য বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলের দ্বিতীয় বিদেশী ক্রিকেটার হিসেবে চুক্তি করে বেশ খুশি সাসেক্স ক্রিকেট।”
খবরসুত্র অনুযায়ী, ইংল্যান্ডে আরও এক মাস অবস্থান করবেন মুস্তাফিজুর। ইংলিশদের ওয়ানডে লিগ রয়েল লন্ডন ওয়ানডে কাপেও সাসেক্সের হয়ে খেলবেন মুস্তাফিজ।
মুস্তাফিজুরকে পেয়ে সাসেক্সের হেড কোচ মার্ক ডেভিস খুশি হয়ে বলেন, “আমি খুবই খুশি যে মুস্তাফিজুর রহমান সাসেক্স ক্রিকেটে আমাদের সাথে যোগ দিবে। তার অসাধারন সক্ষমতা আছে এবং বর্তমানে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল তরুণ ক্রিকেটার।”
ডেভিস আরও জানান, “তার কাটারের অসাধারন ভেরিয়েশন আছে এবং ব্যাটসম্যানদের জন্য খেলার জন্য তা খুব কঠিন। দলে তার যোগদান খুব ভালোভাবেই কাজে দিবে।”
কাউন্টিতে এর আগে মাত্র দুইজন বাংলাদেশী ক্রিকেটার খেলেছিলেন। ২০১০ সালে ওরচেস্টারশায়ারে প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেটে যোগ দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দুই বছর সে দলের হয়ে খেলেন তিনি। পরের বছর ২০১১ সালে নটিংহ্যামশায়ারের হয়ে খেলেছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ২০১৩ সালে লিস্টারশায়ারের হয়ে খেলেন সাকিব।