৯ মার্চ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ভারতসহ এই সূর্যগ্রহণ এশিয়ার অনেক দেশ থেকেই দেখা যাবে। তবে কোথাও কোথাও আংশিক গ্রহণ দেখা যাবে। বাংলাদেশ থেকেই এই সূর্যগ্রহণ দেখা যাবে। ভারতের সময় অনুযায়ী, ভোর ৫ টা ৪৭ মিনিটে এ গ্রহণ শুরু হবে। গ্রহণ ছাড়বে সকাল ৯ টা ৮ মিনিটে। যে সব জায়গায় আংশিক গ্রহণ দেখা যাবে, সেখানে গ্রহণ ছাড়ার সময় সকাল ১০ টা ৫ মিনিটে। ভারতে পূর্ণগ্রাস দেখা যাবে দেশের উত্তর-পশ্চিম এবং পশ্চিমাঞ্চল থেকে। দেশটির বাকি অংশে আংশিক গ্রহণই দেখা যাবে।   ভারতের ভূ-বৈজ্ঞানিকরা জানিয়েছেন, আগরতলা থেকে ১৫ শতাংশ, ভুবনেশ্বর থেকে ২৪.৫ শতাংশ, গুয়াহাটি থেকে ১১ শতাংশ এবং কলকাতা থেকে ১৮.৫ শতাংশ গ্রহণ দৃশ্যমান হবে। খালি চোখে সূর্য গ্রহণ দেখা চোখের জন্য ক্ষতিকর। এজন্য পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা থাকা চাই।

Leave a Reply