ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’। ০৪ মার্চ ২০১৬, শুক্রবার। ২১ ফাল্গুন, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১১৫২ – ফ্রেডেরিক বারবারোসা জার্মান রাজা নির্বাচিত হন।
•     ১৩৯৭ – অক্সফোর্ডের নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন।
•     ১৬৬৫ – ইল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস নেদারল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
•     ১৭৮৯ – মার্কিন সংবিধান কার্যকর হয়।
•     ১৮৩৬ – লর্ড অকল্যান্ড ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন।
•     ১৮৫৭ – কলকাতা টাউন হলে ফটোগ্রাফিক সোসাইটি অব বেঙ্গলের প্রথম আলোকচিত্র প্রদর্শনী হয়।
•     ১৮৭৯ – কলকাতায় বেথুন কলেজ প্রতিষ্ঠা।

•     ১৯৫১ – নয়া দিল্লিতে প্রথম এশিয়ান গেমস শুরু।
•     ১৯৭২ – স্বাধীন বাংলাদেশে প্রথম ১ টাকা ও ১০০ টাকার নোট চালু করা হয়।
•     ১৯৮৭ – সিলেটের ওসমানী জাদুঘর উদ্বোধন।

মৃত্যু
•     ১৯৭৮ – সাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক আবুল কালাম শামসুদ্দীন। সাংবাদিকতার শুরু ১৯২২ সালে মাসিক মোহাম্মদী পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবে। এরপর তিনি সাপ্তাহিক মোসলেম জগৎ, দি মুসলমান, দৈনিক সোলতান, মাসিক মোহাম্মদী পত্রিকায় সম্পাদনা করেন। দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক হিসেবে অনেকদিন কর্মরত ছিলেন। ১৯৬৪ সালে প্রেস ট্রাস্ট অব পাকিস্তানের অধীনে দৈনিক পাকিস্তানের সম্পাদক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন ও ১৯৭২ সালে অবসর নেন।
•     ১৯৮৩ – পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়। ১৯৪৭ সালে জাগরণ চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু। এরপর ১৯৪৯ সালে মন্ত্রমুগ্ধ, ১৯৫১ সালে বরযাত্রী ও ১৯৫২ সালে পাশের বাড়ি ছবিটি মুক্তি পায়। ১৯৫৩ সালে মুক্তি পাওয়া সাড়ে চুয়াত্তর চলচ্চিত্রের মাধ্যমে তিনি দর্শক জনপ্রিয়তা পান। ভানুর সর্বশেষ ছবি শোরগোল মুক্তি পায় ১৯৮৪ সালে। যার কিছুদিন পরই তিনি মারা যান।

তথ্যসূত্র: ইন্টারনেট।

 

Leave a Reply