ছয় জিবি RAM যাম যুক্ত স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে চীনের স্মার্টফোন নির্মাতা ভিভো। তাদের এক্সপে ৫ মডেলের সেটটিতে ৬ জিবি র‍্যাম যুক্ত করা হবে। ১ মার্চ ফোনটি বাজারে আসতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে এটিই হবে বাজারে আসা প্রথম ছয় জিবি র‍্যামের স্মার্টফোন।

download (40)

আরও টিপস ও তথ্য পেতে ভিজিট করুন — TrickSure.Com

 

সম্প্রতি এক ভিডিও টিজারে স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর ও ছয় জিবি র‍্যামের ফোনটির বিষয়টি প্রকাশ করে ভিভো। এক্সপ্লে ৫ ফোনটি হবে স্যামসাংয় গ্যালাক্সি এজ সিরিজের মতো দুই দিকে বাঁকানো ডিসপ্লেযুক্ত ফোন।
স্মার্টফোনটিতে নতুন ফিচার হিসেবে আসছে সৌরশক্তি ব্যবহার করে চার্জ দেয়ার সুবিধা। ছয় ইঞ্চি মাপের ডিসপ্লে। পেছনে ১৬ ও সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাটারি হবে চার হাজার ৩০০ মিলি অ্যাম্পিয়ারের। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ মার্সম্যালো।

আরও টিপস ও তথ্য পেতে ভিজিট করুন — TrickSure.Com

 

 

Leave a Reply