১ রুপি থেকে ৫, ১০ এমনকি ৫০০ ও ১ হাজার টাকা বা রুপির নোটও আছে। কিন্তু শূন্য টাকার নোট! এও হয় নাকি? অবাক হওয়ার কিছু নেই। ইতিমধ্যেই ভারতের বাজারে এসে গেছে এই নোট। সরকারিকর্মী বা নেতা-মন্ত্রী, অথবা অন্য কেউ ঘুষ চাইলেই হাতে ধরিয়ে দিন শূন্য রুপির বান্ডিল। তামিল, মালয়ালম, তেলেগু, কন্নড় ও হিন্দি ভাষায় ছড়িয়ে পড়ছে এই শূন্য রুপির নোট।
ঘুষ নেওয়ার খবর জানাজানি হলে যে চাকরি যেতে পারে, জেলও হতে পারে। কিন্তু সাধারণ মানুষ প্রতিবাদ করে না বলে ঘুষের লেনদেন চলতে থাকে। তাই এ উপায়ে এর প্রতিবাদ করা যেতে পারে।