অ্যাডলফ হিটলারের জীবনের উপর
স্বভাবতই অনেকবার আক্রমণ করা
হয়েছিল।
নাৎসি পার্টিতে যোগ দেওয়ার পর
থেকেই
এই সব আক্রমণ শুরু হয়।প্রতিবারই তিনি
অলৌকিকভাবে বেঁচে যান।
১ম বিশ্বযুদ্ধের সময় হত্যা
চেষ্টা
………………
১) যুদ্ধের সময় হিটলার ও তার দলের
সঙ্গীরা একটি বাঙ্কারে অবস্থান
করছিল।
হিটলার কি মনে করে বাঙ্কারের বাইরে
বেরিয়ে আসেন।এক মুহূর্ত পরেই, শত্রুর
আর্টিলারি শেল সরাসরি তার

বাঙ্কারের
উপর এসে পরে।তার সব সঙ্গীরা মারা
যায়।
কেবল মাত্র বাইরে বেরিয়ে আসার
কারণে
তিনি বেঁচে যান।
২) ১ম বিশ্বযুদ্ধের সময় হিটলার
অলৌকিকভাবে দ্বিতীয় জীবন পান।
১৯১৪
সালে অক্টোবরে, যুদ্ধের সময়, হিটলার
হেনরি ট্যান্ডি নামক একজন ব্রিটিশ
সেনার গুলির আওতায় চলে আসেন।
ট্যান্ডি
হিটলারকে দেখে গুলি করেন।গুলির
আঘাতে হিটলার পড়ে যান।ট্যান্ডি
দ্বিতীয়বার গুলি করার জন্যে হিটলারের
কাছে আসেন।কিন্তু
হিটলারকে অসহায়ভাবে পড়ে থাকতে
দেখে তিনি গুলি নামিয়ে নেন।এভাবে
হিটলার প্রাণে বেঁচে যান।
১ম বিশ্বযুদ্ধে বীরত্বের জন্যে
হেনরি ট্যান্ডিকে ভিক্টোরিয়াস ক্রস
উপাধি প্রদান করা হয়।পত্রিকা পড়ে
হিটলার তা জানতে পারেন।তিনি
আজীবন
পত্রিকার সেই ক্লিপ নিজের সাথে
রেখেছিলেন।

Download Batman VS Superman full movie in 3gp, mp4 & PC AVI

Leave a Reply