মাইক্রোসফটের কাছে ২০১৩ সালে
ফিনল্যান্ডের প্রতিষ্ঠান নোকিয়া তাদের
হ্যান্ডসেট ব্যবসা বিক্রি করে ছিলেন। তবে
আবার গুঞ্জন শোনা যাচ্ছে হ্যান্ডসেট ব্যবসায়
ফিরছেন প্রতিষ্ঠানটি। তবে দেরি নয় এ বছরের
মাঝামাঝেতেই বাজারে আসছে নকিয়ার নতুন
হ্যান্ডসেট। এর প্রস্তুতিও শুরু হয়ে গেছে।
হ্যান্ডসেট ব্যবসা বিক্রি করে দেয়ার পর নকিয়া সব
ফোন থেকে নিজের নাম মুছে ফেলেছে।
নকিয়ার অ্যান্ড্রয়েড কর্তৃপক্ষের সঙ্গে কথা
বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন ফোনটির
নাম হবে ‘নকিয়া এ১’। এ বছরের মাঝামাঝি নাগাদ এ
হ্যান্ডসেট উন্মোচনের সম্ভাবনাও উড়িয়ে
দেয়া যাচ্ছে না একেবারে।
এর ডিজাইনটি আগের নকিয়া লুমিয়া ফোনের
চেয়ে সামান্য ভিন্ন। নেভিগেশনের জন্য
সামনের দিকে ক্যাপাসিটিভ কি রয়েছে। সেই

সঙ্গে ফিরে আসছে প্লাস্টিক ব্যাক। এটি
অ্যান্ড্রয়েড ৬ মার্শমালো সফটওয়্যার দিয়ে
চালিত হবে। এছাড়া ৫ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লেটি
১০৮০ পিক্সেলের। সঙ্গে আছে কোয়ালকম
স্ন্যাপড্রাগন ৬৫২ প্রসেসর।
নতুন ফোনের মাধ্যমে মাঝারি মানের বাজার
দখলই লক্ষ্য থাকবে নকিয়ার। টেক রাডারের পক্ষ
থেকে নকিয়ার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার
চেষ্টা করা হলেও প্রতিষ্ঠান কিছু জানায়নি। তবে
সময় হলেই সবাইকে বিষয়টি নিয়ে বিস্তারিত
জানানো হবে বলে আশ্বাস দেয় নকিয়া।
হ্যান্ডসেট শিল্পে বিপ্লব এনেছিল নকিয়া। কিন্তু
আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে ব্যর্থ
হওয়ায় বাজার হারাতে হয় প্রতিষ্ঠানটিকে। সংকট শুরু
হয় ২০০৭ সালে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল
আইফোন উন্মোচনের পর।
বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও তাতে সফল
হয়নি নকিয়া। সে সময় প্রতিষ্ঠানটি সিদ্ধান্ত নেয়
হ্যান্ডসেট ব্যবসা থেকে সরে আসার।
পরিকল্পনামাফিক ফোন ব্যবসা মাইক্রোসফটের
কাছে বিক্রি করে দিয়ে গুরুত্ব দেয়
টেলিযোগাযোগ যন্ত্রাংশ নির্মাণে।
এখন প্রতিষ্ঠানটির ব্যবসা দাঁড়িয়ে আছে এর ওপরই।
এদিকে বিভিন্ন প্রতিষ্ঠান অধিগ্রহণেও গুরুত্ব
দিচ্ছে নকিয়া। সম্প্রতি ফ্রেঞ্চ
টেলিযোগাযোগ কোম্পানি অ্যালকাটেল-
লুসেন্ট ১ হাজার ৫৬০ কোটি ইউরোয়
অধিগ্রহণের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

Download Batman VS Superman full movie in 3gp, mp4 & PC AVI

Leave a Reply