প্রথমে আমার সালাম নেবেন। আশা
করি ভালো আছেন। কারন আমাদের
সাথে থাকলে সবাই ভালোই থাকে।
তাই আজ
আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসলাম।
আর কথা বাড়াবো না কাজের কথায়
আসি।

টানা মৌসুম মাঠে দাপিয়ে
বেড়িয়েছেন ক্রিশ্চিয়ানো
রোনালদো। তাতে একটি রেকর্ডের
দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন তিনি।
কিন্তু তীরে এসে তরী ডুবছে তার।
অল্পের জন্য হাতছাড়া হয়ে যাচ্ছে
রেকর্ডটি। শনিবার রাতে রিয়াল
মাদ্রিদের হয়ে মাঠে নামতে না
পারায় বিরল রেকর্ডের মালিক হতে
পারছেন না তিনি।
শনিবার লা লিগার ম্যাচে রায়ে
ভায়োকানোর মাঠে খেলতে যাবে
রিয়াল মাদ্রিদ। চোট সমস্যার কারণে

সাইড লাইনে বসে থাকতে হবে
রোনালদোকে। এতে লা লিগার পুরো
মৌসুম দলের হয়ে খেলার রেকর্ড
করতে পারছেন না তিনি।
গত বুধবার ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-০
গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ।
ম্যাচটির ঠিক ৮৯ মিনিটে খোঁড়াতে
খোঁড়াতে মাঠ থেকে উঠে যান
রোনালদো।
পরে এমআরআই রিপোর্টে দেখা যায়
পর্তুগীজ তারকার মাংসপেশীতে
সমস্যা দেখা দিয়েছে। ফলে ৩১ বছর
বয়সী এই ফুটবলার শনিবার ভায়েকানোর
ম্যাচে মাঠে নামতে পারছেন না।
চলতি মৌসুমে লা লিগার কোনো ম্যাচ
মিস করেননি রোনালদো। দলে হয়ে ৩৪
ম্যাচ করেছেন ৩১ গোল। লিগে আর
মাত্র ৪ ম্যাচ বাকি আছে। সবকটি ম্যাচ
খেলতে পারলে দ্বিতীয় ফুটবলার
হিসেবে পুরো মৌসুমের প্রতিটি
মিনিট মাঠে থাকার রেকর্ড গড়তে
পারতেন তিনি। শনিবার রোনালদো
মাঠে না নামলে তার সেই রেকর্ডটি
আর হচ্ছে না।
বিরল এই রেকর্ডটির একমাত্র মালিক
গোলরক্ষক ফ্যাবরিকো কোলোকিনি।
২০০৭-০৮ মৌসুমে দেপোর্তিভো লা
করুনার হয়ে সব কটি ম্যাচ খেলেছিলেন
তিনি। তাতে প্রথমবারের মতো লা
লিগার পুরো মৌসুম খেলার রেকর্ড
গড়েন তিনি। দ্বিতীয় খেলোয়াড়
হিসেবে রোনালদোর সামনে রেকর্ড
গড়ার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু
সেটা এখন হাতছাড়া হয়ে যাচ্ছে!

ভালো থাকুন সুস্থ থাকুন । আর নতুন কিছু
পেতে FesTalBD.Com এর সাইটি ১বার
ঘুরে আসুন পিল্জ !

One thought on "অল্পের জন্য রেকর্ড গড়তে পারছেন না রোনালদো"

Leave a Reply