কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিব আল
হাসান আইপিএল এ খেলছেন প্রায় ছয়
সিজন ধরে। গত পাঁচ বারের পরিসংখ্যান
দেখলে কলকাতার সাফল্যে সাকিবের
অবদান কিন্তু চোখে পড়ার মতন। তবে
ভারতীয় সংবাদমাধ্যম `এবেলা` দাবি করছে
শুধু প্রতিভা নয় প্রতিবেশী দেশের
সমর্থনের জন্যই সাকিবকে দলে
নিয়েছে কলকাতা।
তাদের প্রতিবেদনে বলা হয়,
কেকেআরে নিজেদের যোগ্যতায়
জায়গা পেলেও সাকিবকে বেছে

নেওয়ার নেপথ্যে কাজ করছিল সম্পূর্ণ
অন্য উদ্দেশ্য। আর তা কেবল প্রতিভা
নয়। কেকেআর চেয়েছিল
প্রতিবেশী দেশের সমর্থন।
বাংলাদেশের ক্রিকেটারকে দলে
নিয়ে যদি সেই দেশের সমর্থন
পুরোদস্তুর পাওয়া যায় তাহলে তো
ভালই।
এদিকে সাকিবের পাশাপাশি প্রথম বারের
মত হায়দারাবাদের হয়ে আইপিএল
খেলছেন টাইগার বোলার মুস্তাফিজ। তাই
কেকেআরের পাশাপাশি গোটা বাংলাদেশ
হায়দরাবাদেরও খেলা দেখছে,
হায়দরাবাদকেও সমর্থন করছে।
হায়দরাবাদকে সমর্থন করার কারণ অবশ্যই
মুস্তাফিজুর রহমান। আর সাকিবের জন্য
বাংলাদেশের সমর্থন রয়েছে
কেকেআর-এর পাশে।

লেখাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। এতে পরবর্তীতে লিখতে উৎসাহ পাবো।

সবার থেকে আলাদা ও এধরনের নতুন সকল টপিক্স পরতে আমার সাইটে আসুন ~ BDprozukti.com

4 thoughts on "বাংলাদেশের সমর্থনের জন্যই কেকেআরে সাকিব !"

  1. Hridoy ahmed Contributor Post Creator says:
    hmm
  2. এটা সবাই জানে,,, ইন্ডিয়ানরা যে স্বার্থ ছাড়া কিছু করেনা,,,সেটার আরো একটা প্রমাণ
  3. Zoolp Sata Contributor says:
    Tora sartho chara kichu koris? Sakib ar mustafizur ki bina poisay khelte geche? Sa kangali bangladesh ar lungi pora kuttar dol

Leave a Reply