বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান
প্রতিদিন নতুন খেলা উপহার দিচ্ছেন।
বোলিংয়ে যেমন বৈচিত্র্য দেখাচ্ছেন,
তেমনি পারফরম্যান্সও বৈচিত্রময়। প্রতিদিন
আগের দিনের পারফরম্যান্সকে ছাড়িয়ে
যাচ্ছেন। তার প্রশংসায় সব ধরনের
বিশেষণ ব্যবহার করা হচ্ছে। তাকে
নিয়ে চলছে সব ধরনের গবেষণা।
কিন্তু নতুন কোনো বিশেষণ খুঁজে
পাওয়া যাচ্ছে না। তাই অনেকটা পুরনো
কথাই বললেন ডেভিড ওয়ার্নার।
জানালেন, কাটার মাস্টারের বোলিং
বৈচিত্র্যের কারণে তার বল খেলা
ব্যাটসম্যানদের পক্ষে সম্ভব হচ্ছে না।
আইপিএল-এর দল সানরাইজার্স হায়দরাবাদের
হয়ে খেলছেন মুস্তাফিজ। আন্তর্জাতিক
ক্রিকেটে অভিষেকের এক বছর

এখনও পূর্ণ হয়নি। তার আগে আইপিএল-
এর মতো ক্রিকেট লিগে খেলতে
গিয়ে আলো ছড়াচ্ছেন। আর তাতেই
তাকে নিয়ে প্রশংসায় মত্ত সানরাইজার্স
অধিনায়ক ওয়ার্নার।
অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যান
ওয়ার্নার বলেন, ‘তিনি অত্যন্ত প্রতিভাবান।
অবশ্যই বাংলাদেশ ও আমাদের জন্য তিনি
একজন ভালো বোলার।’
আইপিএলটি২০ডটকমকে ওয়ার্নার বলেন,
‘আপনি যখন মাঠে থাকবেন এবং তাকে
লক্ষ্য করবেন, দেখবেন তিনি এমন
একজন ব্যক্তি যিনি জানেন তার কি করতে
হবে। মাঠে সে নিজেই জায়গা ঠিক
করে নিচ্ছেন। আমি যদি দ্বিমত হই, অতি
দ্রুত সে সেটা বুঝে নেয় এবং
যোগাযোগের জন্য খুবই সহজ হয়ে
যায়।’
সানরাইজার্স অধিনায়ক আরো বলেন,
‘আমি মনে করি, প্রতিটি বল পরিবর্তন করাই
তার ধর্ম এবং এ কারণে তার বল খেলা
সম্ভব হচ্ছে না। এটা পরিবর্তনশীল। তিনি
বলেন যে ডানহাতি ব্যাটসম্যানের
বিপক্ষে বল করতে স্বাচ্ছন্দ্য বোধ
করেন। কিন্তু বাঁ-হাতি ব্যাটসম্যান আসলে
তিনি নিজ থেকেই সব ঠিক করে নেন
এবং যেটা ভালো মনে করেন,
সেভাবেই বল করেন।’

লেখাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। এতে পরবর্তীতে লিখতে উৎসাহ পাবো।

সবার থেকে আলাদা ও এধরনের নতুন সকল টপিক্স পরতে আমার সাইটে আসুন ~ BDprozukti.com

Leave a Reply