সাদামাটা জীবন-যাপন
করলেও নিরাপত্তার জন্য অনেক
টাকা খরচ করেন ফেসবুকের
প্রতিষ্ঠাতা ও প্রধান নিবার্হী
কর্মকর্তা মার্ক জুকারবার্গ। গত বছর
তার নিরাপত্তা বাবদ খরচ হয়েছে
৪২.৬ লাখ মার্কিন ডলার। এই প্রথম
জুকারবার্গ ও তার
প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যয় প্রকাশ
করা হলো।
২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত
জুকারবার্গের ব্যক্তিগত

নিরাপত্তায় খরচ হয়েছে ১২.৫
মিলিয়ন মার্কিন ডলার।
ফোর্বস জানিয়েছে, ফেসবুকের
দেয়া এক আর্থিক বিবরণীতে এসব
তথ্য পাওয়া গেছে। এই অর্থ ব্যয় করা
হয় তার ব্যক্তিগত নিরাপত্তা প্রহরী,
বাসা-বাড়িতে নিরাপত্তা এবং
ফেসবুক কার্যালয়ের নিরাপত্তার
জন্য। এসব অর্থের মধ্যে নিরাত্তা
সামগ্রী ক্রয়, স্থাপন ও
রক্ষণাবেক্ষণের ব্যয়ও অর্ন্তভুক্ত আছে।
জুকাবারবার্গের নিরাপত্তার ২০১৪
সালে ব্যয় হয়েছে ৫.৬ মার্কিন
ডলার। যেখানে ২০১৩ সালে ব্যয়
হয়েছে ২.৫৬ মিলিয়ন মার্কিন ডলার।
এই বিবরণীতে দেখা যায় ফেসবুকের
নিরাপত্তা ব্যয় দিনদিন বেড়েই
চলেছে। তবে তা অন্যসব টেক
জায়ান্ট প্রতিষ্ঠানের প্রধানদের
নিরাপত্তা ব্যয়ের চেয়ে কম।
এই পোষ্ট যদি আপনার ভালো লাগে তাহলে একবার গরিবের সাইট থেকে ঘুরে আসুন। FesTalBD.CoM

Leave a Reply