আসসালামু আলাইকুম। আশা করি সবাই
ভালো আছেন। সকলের প্রিয়
গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা বর্তমানে
৫কোটি+। জিপি এই ৫কোটি
বাঙ্গালিকে একসাথে বাঁশ দিয়ে
যাচ্ছে :evil:। তাই আমাদেরও উচিত
তাদের কিছু ফেরত দেওয়া।
যাই হোক আসল কথায় আসি।
জিপি বর্তমানে অফার দিয়েছে ৭৫
টাকায় ৩০০ মিনিট ৭দিন মেয়াদ। কিন্তু
অনেকেই এই সাত দিনে ৩০০মিনিট শেষ
করতে পারি না (যদি গার্ল/বয় ফ্রেন্ড
থাকে তাহলে ৩০০মিনিট কিছুই না :-D।
কিভাবে এই ৩০০মিনিট এর মেয়াদ
আনলিমিটেড করা যায় আমি আজ সেটাই
দেখাবো।

যা যা প্রয়োজনঃ
১. একটি জিপি সিম
২. ১০০টাকা ব্যালেন্স
যেভাবে করবেনঃ-
১. আপনার মোবাইলে ১০০টাকা লোড
করুন।

২. *১১১*৩০০# এ কল করে গ্রামীণফোন
থেকে কনফার্মেশন মেসেজ আসা পর্যন্ত
অপেক্ষা করুন।
৩. কনফার্মেশন মেসেজ এলে *৫৬৬*২২#
ডায়াল করে দেখুন আপনি ৩০০ মিনিট
পেয়ে গেছেন ৯০টাকায় যার মেয়াদ
৭দিন।
৪. এখন আপনি
http://www.grameenphone.com/flexi-plan এ
ভিসিট করে নিচের ছবির মত সিলেক্ট
করে ডানপাশে BUY NOW এ ক্লিক করুন।
বিদ্রঃ – আপনি এই সাইট থেকে
Internet=4mb সিলেক্ট করে আপনার
বর্তমান ইন্টারনেট এর মেয়াদ বাড়িয়ে
নিতে পারবেন।


৫. BUY NOW বাটনে ক্লিক করলে নিচের
ছবির মত নতুন আরেকটি পেজ ওপেন হবে।
এই পেজ এর নিচের দিকে লক্ষ করে
দেখুন নিচে আপনার মোবাইল নম্বর
দেওয়ার জন্য একটি বক্স আছে। বক্সে
আপনার মোবাইল নম্বর দিন এবং Continue
বাটনে ক্লিক করুন। আপনি চাইলে
অন্যজনকে এটা গিফট করতে পারেন।
নম্বরের বক্স এর পাশে দেখুন Giftএর বক্স
এ টিক চিহ্ন দিলে নিচে আরেকটি বক্স

আসবে সেটাতে যাকে গিফট করবেন তার
নম্বর দিন এবং Continue এ ক্লিক করুন।

৬. পুনরায় *৫৬৬*২২# ডায়াল করে চেক
করে দেখুন আপনার অ্যাকাউন্ট এ
বর্তমানে ৩১০মিনিট আছে যার মেয়াদ
৩০দিন। আর আপনার মোবাইল থেকে
আরও ১০টাকা কেটে নিয়েছে।
আপনি মোট পেলেন ১০০টাকায়
৩১০মিনিট যার মেয়াদ ৩০দিন। এই
মেয়াদের মধ্যে আপনার মিনিট শেষ না
করতে পারলে পুনরায় ৪ এবং ৫ নম্বরে
দেওয়া নিয়ম অনুযায়ী আপানর মেয়াদ
আরও ৩০দিন বাড়িয়ে নিন।

নতুন নতুন টিপস পেতে ভিজিট করুনTipsFo.Tk

One thought on "Hack করে জিপিতে কল করুন ৩৪পয়সা / মিনিট ২৪ঘণ্টা ( আনলিমিটেড মেয়াদ )"

Leave a Reply