ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের
(আইপিএল) নবম আসরে সানরাইজার্স
হায়দরাবাদ হয়ে ক্রিকেট বিশ্বকে
একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন
বাংলাদেশের বিস্ময় বালক
মুস্তাফিজুর রহমান। তার প্রশংসায়
পঞ্চমূখ পুরো আইপিএল।
হায়দরাবাদের হয়ে মাঠ কাঁপানো
এ কাটার মাস্টারকে নিয়ে একটি
ভবিষ্যৎ বাণী করেছিলেন
বাংলাদেশ দলের রঙিন জার্সির
অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
তিনি বলেছিলেন, ‘মুস্তাফিজ যদি
আইপিএলের সব গুলো ম্যাচ খেলার
আসরের সর্বোচ্চ উইকেট শিকারী।’
আর মাশরাফি এ কথাটাই সত্য হতে
চলেছে। বাংলাদেশি এ পেস
বোলার আইপিএলের নবম আসরে এখন
পর্যন্ত ৯ ম্যাচ খেলে নিয়েছেন ১৩
উইকেট। বোলারদের তালিকায় তার
অবস্থান তৃতীয়।
অপরদিকে ১০ ম্যাচ খেলে ১৪ উইকেট
নিয়ে সবার উপরে আছেন
কেকেআরের অলরাউন্ডার আন্দ্রে
রাসেল। সমান সংখ্যক ম্যাচ খেলে
সমান সংখ্যক উইকেট নিয়ে দ্বিতীয়
অবস্থানে রয়েছেন মুম্বাইেয়র এম
জে ম্যাকক্লেনাঘান।
উল্লেখ্য, মুস্তাফিজের উপের থাকা
এ দুই বোলার থেকে এক ম্যাচ কম
খেলে তাদের সাথে তার পাথ্যর্ক
ম্যাচে ৩৩ ওভার বল করে ১ মেডেনসহ
২০৩ রান খরচ করে তুলে নেন ১৩
উইকেট। ওভার প্রতি ইকোনোমি ৬.১৫
এবং বেস্ট ৩/১৬।
TUNE AMAR.COM TUNE AMAR.COM TUNE AMAR.COM TUNE AMAR.COM TUNE AMAR.COM TUNE AMAR.COM TUNE AMAR.COM
TUNE AMAR.COM TUNE AMAR.COM
NewNet 24.Tk
NewNet 24.Tk