বেঁচে থাকার জন্য আমরা খাদ্য খাই।
ফলে আমরা সুস্থ থাকি। কিন্তু এমন
কিছু বদঅভ্যাস রয়েছে যেগুলো
আমাদেরকে সুস্থ রাখার পরিবর্তে
অসুস্থ করে তোলে। আর তাই সেসব
অভ্যাস পরিত্যাগ করাই ভাল।
বাংলাদেশের প্রধান খাদ্য হচ্ছে
ভাত। কেউ দুই বেলা আবার কেউবা
তিন বেলাও ভাত খায়। ভাত খাবার
পর কিছু কিছু কাজ করতে মানা। এ
অভ্যাসগুলো শরীরে নানা বিরূপ
প্রভাব ফেলে।
১. খাবার খাওয়ার পরপরই অনেকে ফল
খায়। এটা একদম ঠিক নয়। কারণ এতে
বাড়তে পারে এসিডিটি। খাবার
গ্রহণের দু’এক ঘণ্টা আগে বা পরে ফল
খাওয়া ভাল।
২. অনেকে দেখা যায় খাবার শেষ
করার সঙ্গে সঙ্গেই ধূমপান শুরু করে।
এটা খুবই মারাত্মক খারাপ অভ্যাস।

চিকিৎসকরা বলেন, অন্য সময় ধূমপান
যতটুকু ক্ষতি করে খাবার খাওয়ার পর
ধূমপান করলে তা ১০ গুণ বেশি
ক্ষতিকর।
৩. খাবার গ্রহণের পর পরই গোসল করবেন
না। কারণ খাওয়ার পরপরই গোসল করলে
শরীরের রক্ত সঞ্চালন মাত্রা বেড়ে
যায়। এর ফলে পাকস্থিলির
চারপাশের রক্তের পরিমাণ বেড়ে
যায়। যা পরিপাকতন্ত্রকে দুর্বল করতে
পারে।
ফলে খাবার হজমের স্বাভাবিক
সময়কে ধীরগতি করে দেয়।
৪. অনেকে দেখা যায় খাবার গ্রহণের
সময় বা পরপরই কোমড়ের বেল্ট কিংবা
কাপড় ঢিলা করে দেয়। এটা ঠিক নয়।
কারণ কোমরের বেল্ট বা কাপড় ঢিলা
করলে খুব সহজেই ইন্টেসটাইন
(পাকস্থলি) থেকে রেক্টাম (মলদ্বার)
পর্যন্ত খাদ্যনারীর নিম্নাংশ বেকে
যেতে পারে বা পেঁচিয়ে যেতে
পারে বা ব্লক হয়ে যেতে পারে। এ
সমস্যাকে ইন্টেসটাইনাল অবস্ট্রাকশন
বলে।
৫. খাবার পরপরই ব্যয়াম করা ঠিক নয়।
৬. ভাত খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়া
খুবই খারাপ অভ্যাস। এর ফলে শরীরে
মেদ জমে যায়।
৭. খাবার পরেই অনেকে হাতে
চায়ের কাপ নিয়ে বসে যান। চায়ে
থাকে প্রচুর পরিমাণ টেনিক এসিড
যা খাদ্যের প্রোটিনকে ১০০ গুণ
বাড়িয়ে তোলে। এতে খাবার হজম
হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময়
লাগে। তাই কিছু সময় অপেক্ষা করার
পর চা পান করুন।

এই পোষ্ট যদি আপনার ভালো লাগে তাহলে একবার গরিবের সাইট থেকে ঘুরে আসুন। FesTalBD.CoM

3 thoughts on "ভাত খাওয়ার পর যে ৭টি কাজ করা উচিত না।"

  1. Kazi Abdul Wakil Contributor says:
    ভাই এই পোস্টটা আমি আগে করছি । একই পোস্ট বারবার কপি করে পোস্ট করেন কেন?
  2. topan sutradhar Contributor says:
    এক ধরনের পোস্ট খালি কপি করে বারবার করার প্রয়োজন কী
  3. mahabub2891 Contributor says:
    কপি পোষ্ট বন্ধ করুন

Leave a Reply