ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ গত তিনদিন ধরে টাইগার ‘মুস্তাফিজ’ নামটা দিয়ে বেশ রমরমা ব্যবসা করেছে! এই ওয়েবসাইটে কাটার মুস্তাফিজকেই বেশি খুঁজেছেন ভক্তরা।
অনেকে জানেন না কীভাবে অনলাইন নিউজপোর্টালগুলোর সাফল্যের হিসাব-নিকাশ করা হয়। প্রতিদিন যত মানুষ এইসব ওয়েবসাইটে প্রবেশ করেন, তার ভিত্তিতে ওয়েবসাইটগুলোর র্যাংকিং নির্ধারিত হয়।
তার মানে গত তিনদিনে মুস্তাফিজের জন্য ক্রিকইনফোর বেশি হিট বেড়েছে।
আইপিএলে ১০টি ম্যাচ খেলে এখন পর্যন্ত মুস্তাফিজ নিয়েছেন ১৩টি উইকেট। গতকাল পুনের বিপক্ষে কোনো উইকেট না পেলেও কৃপণ বোলিং করে দলের জয়ে বড় অবদান রেখেছেন।
ক্রিকইনফোর মোস্ট ওয়ান্টেড তালিকায় মুস্তাফিজ ছাড়াও আছেন ইংলিশ ক্রিকেটার অ্যালিস্টার কুক, ক্রিস জর্ডান, ভারতের যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। অদ্ভুত বোলিং অ্যাকশনের জন্য গুজরাট লায়নসের শিভিল কৌশিকও নজর কেড়েছেন ক্রিকেটবিশ্বের। সম্প্রতি পাকিস্তানের কোচের দায়িত্ব গ্রহণ করা মিকি আর্থারও জায়গা করে নিয়েছেন ক্রিকইনফোর মোস্ট ওয়ান্টেডের তালিকায়।