দুই শিক্ষককে পরীক্ষা কার্যক্রম থেকে আজীবন বহিস্কার
বোর্ডের তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান। এই দুই শিক্ষককে চলতি বছরের এস এস সি পরীক্ষার পারিশ্রমিক দেয়াও বন্ধ করা হয়েছে । তাদের এমপিও বন্ধ রাখার সুপারিশও করা হয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় হিন্দু ধর্ম বিষয়ের এমসিকিউ এর উত্তরপত্র কম্পিউটারে মেমোরিভুক্ত করার সময় তাদের গাফেলতিতে ৪ সেটের প্রশ্নের উত্তরপত্রে মোট ৩৯টি উত্তর ভুল হয় বলে তদন্তে প্রমাণ হয়েছে। এ কারণে প্রায় এক হাজার দুইশ পরীক্ষার্থী ফেল করে। আর এই খবর শুনে এক শিক্ষার্থীর আত্মহত্যা করে। পরে ফল পুনর্মূল্যায়নে বেশিরভাগ শিক্ষার্থী পাস করে।
5 thoughts on "মাএ ২টি শিক্ষকের ভুলে ১২০০ শিক্ষার্থী ফেল"