২৬ মে শুরু হচ্ছে
অনলাইনে ভর্তি
প্রক্রিয়া একাদশ শ্রেণিতে অনলাইনে
ভর্তি শুরু হচ্ছে বৃহস্পতিবার।
শিক্ষার্থীর চেয়ে কলেজে আসন
সংখ্যা বেশি থাকায় ভর্তি
নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ
নেই আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ। একাদশ শ্রেণির ভর্তিতে
শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিতের
লক্ষ্যে গত বছর প্রথমবারের
মতো শুরু হয় অনলাইনে আবেদন
গ্রহণ।
ফল প্রকাশের এই আনন্দের রেশ না কাটতেই, শিক্ষার্থীদের
নেমে পড়তে হতো ভর্তিযুদ্ধে।
পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি
নিয়ে ছিল উদ্বেগ-উৎকণ্ঠা।
তবে গত বছর থেকে বদলে গেছে

চিত্র। সারাদেশে সমন্বিতভাবে শুরু হয়েছে
অনলাইনে একাদশ শ্রেণিতে
ভর্তি।
বুয়েট সিএসই অধ্যাপক ড.
মোহাম্মদ কায়কোবাদ জানান,
প্রথমবার সমন্বয়হীনতার কারণে ভর্তি হওয়া নিয়ে
হয়রানির মুখে পড়েছে অনেক
শিক্ষার্থী। তাই এবার নেয়া
হয়েছে বাড়তি সতর্কতা। একজন
শিক্ষার্থী, পাঁচটির বদলে
পছন্দের দশটি কলেজে আবেদনের সুযোগ পাচ্ছে।
তাছাড়া, নির্দিষ্ট একটি
কলেজের বদলে, মেধা তালিকা
অনুযায়ী কয়েকটি কলেজে
ভর্তিরও সুযোগ থাকবে। পুরো
প্রক্রিয়াটি দেখাশোনা করছে বুয়েটের সিএসই ও আইআইসিটি
বিভাগ।
ঢাকা শিক্ষা বোর্ড
চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর
রহমান বলেন, সারা দেশে
সাড়ে চার হাজার কলেজে আসন সংখ্যা ১৯ লাখেরও বেশি। তাই
ভর্তি নিয়ে উদ্বিগ্ন হওয়ার
কিছু নেই। অনলাইনে ভর্তির প্রক্রিয়াকে
স্বাগত জানাচ্ছেন
শিক্ষাবিদেরা। তারা বলছেন,
এর ফলে শিক্ষার্থীদের
ভোগান্তি কমার পাশাপাশি দূর
হয়েছে ভর্তি বাণিজ্য। এবার ২৬ মে শুরু হয়ে ৯ জুন
পর্যন্ত আবেদন করতে পারবে
শিক্ষার্থীরা।GPFreeBD.Com

One thought on "২৬ মে শুরু হচ্ছে অনলাইনে ভর্তি প্রক্রিয়া"

  1. jibon karmokar Contributor says:
    telktok sime ki vabe korbo.bolben plz

Leave a Reply