বাংলাদেশের জনপ্রিয়
সংগীতশিল্পী আসিফ
আকবরের সাথে এবার
দ্বৈতকণ্ঠে গান গাইলেন
দেশের আরেক জনপ্রিয়
সংগীতশিল্পী কনা। ‘চুপি চুপি’ শিরোনামে একটি
গানে তার দু’জন গলা
মিলিয়েছেন। পৃথকভাবে এই দুজন ব্যাপক
জনপ্রিয় হলেও তারা এর
আগে কখনোই একসঙ্গে কণ্ঠ
মেলাননি। এবারই তারা
কোন গান এক সঙ্গে
গাইলেন। আর এ গানটি নিয়ে তাই প্রত্যাশাও একটু বেশি। সুদীপ কুমার দীপের লেখা

গানটির সঙ্গীত পরিচালনা
করেছেন সঙ্গীত পরিচালক
ফরিদ আহমেদ। দিন দুয়েক
আগে গানটি ইউটিউবে ছাড়া
হয়। ইতিমধ্যেই শ্রোতামহলে বেশ সাড়া
ফেলেছে গানটি। তের
হাজারেরও বেশি দর্শক
উপভোগ করেছেন গানটি। আসিফ আকবর জানিয়েছেন,
‘ফিল্মে কিংবা বিটিভির
ম্যাগাজিন অনুষ্ঠান
আজকালের জন্য গত আঠারো
বছরে গান হয়েছে তিন/
চারটি। কোনটিই খুব মানুষের কাছে পৌঁছতে
পারেনি। আসলে আমারই
মনযোগ ছিলোনা। মোটামুটি দীর্ঘ
ক্যারিয়ারে কাদের কাদের
সাথে অডিও প্রজেক্টে কাজ
করিনি তাদের তালিকা
করতে গিয়ে প্রথমেই কনার
নাম চলে এলো। ভবিষ্যতে কনার সাথে ডুয়েট অডিও
অবশ্যই হবে–যদি সে চায়।’
GPFreeBD.Com

One thought on "আসিফের সাথে কনার ‌চুপি চুপি"

  1. WmArman Contributor says:
    প্লিস রানা ভাই আমার পেন্ডিং পোস্ট টা দেখুন। আমাকে টিউনার বানান। আমি কপি পেস্ট করি না। সব নিজ থেকেই লিখি।

Leave a Reply